বুধবার সকাল ৭টা থেকে শুরু হয় কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় ভোট পর্ব শেষের পরে বিধি মেনে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হতে থাকে। আগামী শনিবার, ১৩ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ক্ষমতাসীন বিজেপিই ফের কর্নাটকের মসনদে ফিরবে না কি কংগ্রেস ক্ষমতা দখল করবে, তাই-ই এখন দেখার।
২২৪ আসনের কর্নাটক বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপিকে পিছনে ফেলে সবচেয়ে বড় দল হতে পারে কংগ্রেস। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে নিরঙ্কুশ গরিষ্ঠতা দেওয়া হলেও অধিকাংশ সমীক্ষাতেই ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এক নজরে কয়েকটি বুথ ফেরত সমীক্ষা
টাইমস নাও-ইটিজি
কংগ্রেস-১১৩
বিজেপি- ৮৫
জেডিএস- ২৩
অন্যান্য- ৩
সাউথ ফার্স্ট-পিপল’স পালস
কংগ্রেস: ১০৭-১১৮
বিজেপি: ৭৯-৮০
জেডিএস: ২৩-২৯
অন্যান্য: ১
এবিপি-সি ভোটার
কংগ্রেস: ১০০-১১২
বিজেপি: ৮৩-৯৫
জেডিএস: ২১-২৯
অন্যান্য: ২-৬
নিউজ ১৮
কংগ্রেস: ৯৯-১০৯
বিজেপি: ৮৮-৯৮
জেডিএস: ২১-২৬
অন্যান্য: ০-৪
টিভি ৯- পোলস্ট্র্যাট
কংগ্রেস: ৯৯-১০৯
বিজেপি: ৮৯-৯৮
জেডিএস: ২১-২৬
অন্যান্য: ০-৪