Homeখবরদেশকর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

কর্নাটক বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী ১০ মে এক দফাতেই ভোটগ্রহণ কর্নাটকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভার ভোট ঘোষণা করে বুধবার জানাল নির্বাচন কমিশন।

এ দিন এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়ে দিলেন, ১০ মে ভোটগ্রহণের পর ১৩ মে হবে ভোটগণনা, ওই দিনেই ফলাফল ঘোষণা করবে কমিশন।

ভোট ঘোষণার আগেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস এবং জনতা দল সেকুলার (জেডি-এস)। দুর্নীতি ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ এড়িয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এই নির্বাচনে জাতীয় ও রাজ্য পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দলের নীতির জনপ্রিয়তারও একপ্রস্থ যাচাই হয়ে যাবে।

২০১৮ সালে, শেষবার কর্নাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একক বৃহত্তম দল হিসেবে বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দূরে ছিল গেরুয়া শিবির। সেবার কংগ্রেস এবং জেডিএস যথাক্রমে ৮০ এবং ৩৭ আসন নিয়ে ভোট-পরবর্তী জোট গড়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন জেডিএস নেতা কুমারস্বামী।

কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে শাসক জোটের বেশ কয়েকজন বিধায়ক তাদের দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরে জোট ভেঙে যায়। বিজেপি তখন মুখ্যমন্ত্রী হিসেবে বিএস ইয়েদিউরয়াপ্পাকে নিয়ে সরকার গঠন করে। তিনি ২০২১ সালের জুলাই মাসে পদত্যাগ করলে বোম্মাই কর্নাটকের মুখ্যমন্ত্রী হন।

অন্য দিকে, কর্নাটক পুনর্দখলের আশায় বলীয়ান কংগ্রেস পুরোদমে দুর্নীতি প্রসঙ্গকে পাখির চোখ করে বিজেপির দিকে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন: রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’, প্রবেশ করতে পারবেন আমজনতাও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।