Homeখবরদেশটিকিট না পেয়ে ক্ষুব্ধ, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

টিকিট না পেয়ে ক্ষুব্ধ, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

বেঙ্গালুরু: কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আরেকটি বড়ো ধাক্কা খেল রাজ্যের শাসকদল বিজেপি। বিধানসভা ভোটে লড়ার টিকিট না পেয়ে বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটক বিজেপির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। গত রবিবার তিনি বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন।

লিঙ্গায়ত সম্প্রদায় থেকে আসা জগদীশ শেট্টার রবিবার রাতে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। বিজেপি ছাড়ার সময় শেট্টার বলেছিলেন, তিনি ভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগ করেছেন। শীঘ্রই নিজের আগামী পরিকল্পনা প্রকাশ করবেন এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিএম লক্ষ্মণ সাভাদিও কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সাভাদির মতো কংগ্রেসও শেট্টারকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

২২৪ আসনের কর্নাটক বিধানসভার ভোট আগামী ১০ মে। ফলপ্রকাশ ১৩ তারিখ। কংগ্রেস অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও হুবলি-ধারওয়ার-সহ মোট ১২টি আসনের বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ করেনি। এরই মধ্যে দল ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দল টিকিট না দেওয়ায় তিনি যে পিছু হঠবেন না। তাঁকে টিকিট না দিলে ২০ থেকে ২৫টি আসনে হারতে হবে বিজেপি-কে।

রবিবার গভীর রাতে কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছিলেন শেট্টার। একটি বিশেষ হেলিকপ্টারে হুবলি থেকে বেঙ্গালুরুতে উড়ে আসেন তিনি। বেঙ্গালুরুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, দলের কর্নাটক প্রধান ডিকে শিবকুমার এবং প্রবীণ নেতা সিদ্দারাইমার সঙ্গে বৈঠক করেন। টিকিট তো পাননি, তার উপর বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করেছেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শেট্টার।

কংগ্রেসে যোগ দেওয়ার পর শেট্টার বলেন, “আমি বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছি। কংগ্রেসের আমার সদস্যপদ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অধিকাংশ মানুষ। বিজেপি আমাকে প্রতিটা পদ দিয়েছে এবং একজন কর্মী হিসেবে আমি সবসময় বিজেপির উন্নয়নে কাজ করেছি। ভেবেছিলাম প্রবীণ নেতা হওয়ায় টিকিট পাব। কিন্তু, যখন জানলাম টিকিট পাচ্ছি না, আমি হতবাক হয়ে গেলাম। আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমি পরবর্তীতে কী পদ পাব, সে ব্যাপারেও কেউ আমাকে আশ্বস্ত করেনি”।

আরও পড়ুন: তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।