Homeখবরদেশতীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

প্রকাশিত

মুম্বই: রবিবার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নীচে বসেছিলেন তাঁরা। তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকেই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ছাড়াও ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিরা। সেই অনুষ্ঠানেই ঘটে গেল অঘটন। ঘটনায় প্রকাশ, রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। মহারাষ্ট্র সরকারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানটি নবি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানের মাঠটি দর্শকে ভরা ছিল এবং অনুষ্ঠানটি দেখার জন্য অডিও এবং ভিডিওর ব্যবস্থাও করা হয়েছিল। অবশ্য দর্শকদের জন্য বসার ব্যবস্থা বা কোনো ছাউনি ছিল না।

maha 1

ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের পরিবারের উদ্দেশে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক ভাবে জানা যায় ৭-৮ জনের মৃত্যু হয়েছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’

maha 2

পরে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। তিনি টুইটারে লেখেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক ঘটনা। মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার অনুষ্ঠানে অংশ নেওয়া কিছু দর্শক আজ সকালে হিটস্ট্রোকের কারণে মারা গেছেন… আমরা তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি”।

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...