Homeখবরদেশকেদারনাথ ও হেমকুণ্ড সাহিবে রোপওয়ে প্রকল্প, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

কেদারনাথ ও হেমকুণ্ড সাহিবে রোপওয়ে প্রকল্প, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১২.৯ কিলোমিটার দীর্ঘ কেদারনাথ রোপওয়ের জন্য ৪,০৮১ কোটি টাকা এবং হেমকুণ্ড সাহিব রোপওয়ে নির্মাণে ২,৭৩০ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছে।

তীর্থযাত্রীদের জন্য যুগান্তকারী পরিবর্তন

কেদারনাথ রোপওয়ে প্রকল্প সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত সংযোগ স্থাপন করবে এবং এটি ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট ও ট্রান্সফার (DBFOT) মডেলে নির্মিত হবে। সরকার-বেসরকারি অংশীদারিত্বের (PPP) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে Tri-cable Detachable Gondola (3S) প্রযুক্তি ব্যবহৃত হবে, যা ঘণ্টায় ১,৮০০ যাত্রী বহন করতে পারবে। প্রতিদিন প্রায় ১৮,০০০ তীর্থযাত্রী এই সুবিধার মাধ্যমে কেদারনাথে পৌঁছাতে পারবেন।

বর্তমানে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পৌঁছাতে গৌরীকুন্ড থেকে প্রায় ১৬ কিলোমিটার চড়াই পথ পেরোতে হয়, যা পায়ে হেঁটে বা টাট্টু-ডুলি ব্যবহারে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় নেয়। নতুন রোপওয়ে চালু হলে মাত্র ৩৬ মিনিটেই যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে। এতে তীর্থযাত্রীদের জন্য যাত্রা যেমন সহজ হবে, তেমনই পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা

এই রোপওয়ে প্রকল্প কেবলমাত্র ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিকভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্মাণ ও পরিচালনার সময় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া, হোটেল, রেস্তোরাঁ, ভ্রমণ সংস্থা ও পর্যটন-সংক্রান্ত অন্যান্য ব্যবসার প্রসার ঘটবে, ফলে সমগ্র অঞ্চলের অর্থনীতি উপকৃত হবে।

সুপরিকল্পিত পরিকাঠামো ও নিরাপত্তা

এই রোপওয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত হচ্ছে, যা দুর্গম পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। কেন্দ্রীয় সরকার হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব তীর্থযাত্রীদের কাছে আরও সহজে পৌঁছনো যাবে, যা সারাবছর পর্যটন চালু রাখার ক্ষেত্রেও সহায়ক হবে।

উন্নত পরিকাঠামোর দিকে এক ধাপ এগিয়ে

কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্প শুধুমাত্র যাত্রা সহজ করবে না, বরং এটি পর্যটন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দ্রুত নির্মাণকাজ শেষ করে এই প্রকল্প শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।