Homeখবরদেশকেদারনাথ ও হেমকুণ্ড সাহিবে রোপওয়ে প্রকল্প, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

কেদারনাথ ও হেমকুণ্ড সাহিবে রোপওয়ে প্রকল্প, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১২.৯ কিলোমিটার দীর্ঘ কেদারনাথ রোপওয়ের জন্য ৪,০৮১ কোটি টাকা এবং হেমকুণ্ড সাহিব রোপওয়ে নির্মাণে ২,৭৩০ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছে।

তীর্থযাত্রীদের জন্য যুগান্তকারী পরিবর্তন

কেদারনাথ রোপওয়ে প্রকল্প সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত সংযোগ স্থাপন করবে এবং এটি ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট ও ট্রান্সফার (DBFOT) মডেলে নির্মিত হবে। সরকার-বেসরকারি অংশীদারিত্বের (PPP) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে Tri-cable Detachable Gondola (3S) প্রযুক্তি ব্যবহৃত হবে, যা ঘণ্টায় ১,৮০০ যাত্রী বহন করতে পারবে। প্রতিদিন প্রায় ১৮,০০০ তীর্থযাত্রী এই সুবিধার মাধ্যমে কেদারনাথে পৌঁছাতে পারবেন।

বর্তমানে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পৌঁছাতে গৌরীকুন্ড থেকে প্রায় ১৬ কিলোমিটার চড়াই পথ পেরোতে হয়, যা পায়ে হেঁটে বা টাট্টু-ডুলি ব্যবহারে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় নেয়। নতুন রোপওয়ে চালু হলে মাত্র ৩৬ মিনিটেই যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে। এতে তীর্থযাত্রীদের জন্য যাত্রা যেমন সহজ হবে, তেমনই পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা

এই রোপওয়ে প্রকল্প কেবলমাত্র ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিকভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্মাণ ও পরিচালনার সময় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া, হোটেল, রেস্তোরাঁ, ভ্রমণ সংস্থা ও পর্যটন-সংক্রান্ত অন্যান্য ব্যবসার প্রসার ঘটবে, ফলে সমগ্র অঞ্চলের অর্থনীতি উপকৃত হবে।

সুপরিকল্পিত পরিকাঠামো ও নিরাপত্তা

এই রোপওয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত হচ্ছে, যা দুর্গম পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। কেন্দ্রীয় সরকার হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব তীর্থযাত্রীদের কাছে আরও সহজে পৌঁছনো যাবে, যা সারাবছর পর্যটন চালু রাখার ক্ষেত্রেও সহায়ক হবে।

উন্নত পরিকাঠামোর দিকে এক ধাপ এগিয়ে

কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্প শুধুমাত্র যাত্রা সহজ করবে না, বরং এটি পর্যটন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দ্রুত নির্মাণকাজ শেষ করে এই প্রকল্প শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।