Homeখবরদেশসিএএ কার্যকর করেছে কেন্দ্র, সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেরল সরকার

সিএএ কার্যকর করেছে কেন্দ্র, সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেরল সরকার

প্রকাশিত

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কেরল সরকার।

গত ১১ মার্চ সিএএ কার্যকর করা হয়েছিল। এর ফলে এখন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতিত অ-মুসলিম অভিবাসী, যেমন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া শুরু করছে সরকার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসেছিলেন, তাঁরাই যোগ্যতা পূরণ হলে ভারতের নাগরিকত্ব পাবেন।

কেরল সরকার আগেই জানিয়ে দিয়েছিল, তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এর পর ১৪ মার্চই কেরল সরকার জানিয়ে দিয়েছিল, তারা এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ মে) এই সংক্রান্ত সব ক’টি আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।

মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “রাজ্য ইতিমধ্যেই সংবিধানের ১৩১ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টে মূল মামলা দায়ের করেছে। এখন সর্বোচ্চ আদালতের মাধ্যমে আরও আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য। কারণ কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নিয়মগুলি অবহিত করেছে। আমাদের সরকারের সিদ্ধান্ত হল নাগরিকত্ব সংশোধনী আইন কেরলে কার্যকর করা হবে না।”

কেরলের আইনমন্ত্রী পি রাজীব জানান, ‘‘সিএএ হল ভারতীয় সংবিধানের প্রাথমিক নীতির বিরোধী। তাই এটাকে সংবিধান-বিরোধী ঘোষণা করার জন্য আমরা আবেদন করছি। আগের আবেদনেও সেই আর্জিই জানানো হয়েছে। এখন সুপ্রিম কোর্টে আবার আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের পরবর্তী আইনি প্রক্রিয়া চালানোর জন্য কথাবার্তা বলছেন।’’

আরও পড়ুন: বাংলায় ৭ দফায় লোকসভা ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে