Homeখবরদেশশনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক  

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটপর্ব অনুষ্ঠিত হতে চলেছে শনিবার ১ জুন। এ দিন দেশের ৭টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রও রয়েছে।

এ দিন ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৩৯ জন, পাঞ্জাবে ৩২৮ জন, উত্তর প্রদেশে ১৪৪ জন, বিহারে ১৩৪ জন, ওড়িশায় ৬৬ জন, ঝাড়খণ্ডে ৫২ জন, হিমাচল প্রদেশে ৩৭ জন এবং চণ্ডীগড়ে ৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

উত্তরপ্রদেশের বারাণসী, গোরখপুর

এ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হবে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটপ্রার্থী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র থেকেই মোদী ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন। মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা অজয় রাই। এই অজয় রাই একসময়ে বিজেপিতে ছিলেন। ২০১২ সালে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

নির্বাচকমহলের চোখ রয়েছে উত্তরপ্রদেশের আর-একটি কেন্দ্রের দিকে। সেটি হল গোরখপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে গতবারের সাংসদ রাজনীতিক-অভিনেতা রবি কিষানকে। তাঁকে লড়তে হচ্ছে সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদের বিরুদ্ধে। ২০১৯-এর ভোটে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সপা প্রার্থী রামভুয়াল নিষাদকে পরাজিত করেছিলেন রবি কিষান।

হিমাচলের মান্ডি, হামিরপুর

হিমাচল প্রদেশের দুটি কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। একটি মান্ডি এবং আর-একটি হামিরপুর। মান্ডি থেকে বিজেপি প্রার্থী করেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। তাঁকে লড়তে হচ্ছে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য। মান্ডি বরাবরই বিক্রমাদিত্যদের পরিবারের দুর্গ। এখানকার বর্তমান সাংসদ বীরভদ্র সিংয়ের বিধবা পত্নী প্রতিভা দেবী সিং।

হামিরপুরে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাবার পদত্যাগের পর এই হামিরপুর থেকেই অনুরাগ সংসদে নির্বাচিত হন ২০০৮ সালে। এর পর জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। জিতেছেন ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে। এবার তাঁর বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছে সতপাল সিং রাইজাদাকে।

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার

শনিবার শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস।

বিহারের পাটলিপুত্র

আকর্ষণীয় লড়াই হচ্ছে বিহারের পাটলিপুত্র কেন্দ্রে। এখানে আরজেডির প্রার্থী হিসাবে লড়ছেন লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠা কন্যা মিসা ভারতী। এই কেন্দ্র থেকে এই তিনবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মিসা। কিন্তু একবারও জয়ের মুখ দেখেননি। তাঁর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে বর্তমান সাংসদ রাম কৃপাল যাদবকে। মিসা এবং রাম কৃপাল ২০১৪ এবং ২০১৯-এর ভোটেও লড়েছিলেন। এবার জয়ের হ্যাটট্রিক আশা করছেন রাম কৃপাল।

আরও পড়ুন

লোকসভা নির্বাচনের প্রচার শেষ, শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র-সহ ৫৭টি আসনে ভোট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।