Home খবর দেশ বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই...

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

calcutta High Court

দিল্লিতে আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের আদৌ কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রেখে শ্রমিকদের বর্তমান অবস্থান জানার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী জানান, পশ্চিমবঙ্গের একাধিক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে রয়েছে একটি পরিবারের তিন সদস্য—যার মধ্যে একজন আট বছরের শিশু। অভিযোগ, তাঁদের পরে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার পিছনে কী প্রক্রিয়া ছিল, আদৌ তাঁদের নাগরিকত্ব যাচাই করা হয়েছিল কি না, এবং বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন—এই সমস্ত বিষয়েই রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রকে। রাজ্যের তরফে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এর আগে বুধবার কলকাতা হাই কোর্টে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতে ওড়িশায় শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছিল। এবার দিল্লিতে একইরকম অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আদালত।

আদালত জানায়, “যদি কোনও ভারতীয় নাগরিককে ভুলভাবে বিদেশি বলে চিহ্নিত করে সীমান্ত পেরিয়ে পাঠানো হয়ে থাকে, তবে তা অত্যন্ত গুরুতর বিষয়।”

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। তার মধ্যেই কেন্দ্র ও রাজ্যকে পৃথক পৃথক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে।

আরও পড়ুন: বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version