Home খবর দেশ ‘মায়ের সম্মানের জন্য আমি হাজার চাকরি হারাতে প্রস্তুত’: কুলবিন্দর কউর

‘মায়ের সম্মানের জন্য আমি হাজার চাকরি হারাতে প্রস্তুত’: কুলবিন্দর কউর

গত বৃহস্পতিবার অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) কনস্টেবল কুলবিন্দর কউরকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর, শুক্রবার তিনি এক সাহসী পোস্টে জানান, “এই চাকরি হারাতে আমি ভয় পাই না… মায়ের সম্মানের জন্য আমি হাজার হাজার এমন চাকরি হারাতে প্রস্তুত।”

কঙ্গনা রানাউত, যিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জিতেছেন। দিল্লি বিমানের জন্য অপেক্ষা করার সময় এয়ারপোর্টে কুলবিন্দর কউর তাঁকে চড় মেরেছিলেন বলে অভিযোগ। পরে কুলবিন্দর কউর অভিযোগ করেন যে, কঙ্গনা রানাউত কৃষক আন্দোলনকে কটাক্ষ করেছিলেন, যে কৃষক আন্দোলনে তাঁর মা সামিল হয়েছিলেন। 

এই ঘটনার পরপরই কুলবিন্দর কউরকে বরখাস্ত করা হয় এবং একটি তদন্তের আদেশ দেওয়া হয়। শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন। বিমানবন্দরে কঙ্গণাকে সপাটে চড় সিআইএসএফ জওয়ানের, কেন মারলেন, জানালেন অভিযুক্ত

কুলবিন্দর কউর সিআইএসএফের একজন কনস্টেবল, এবং তিনি কঙ্গনা রানাউতের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। ২০২০ সালে, যখন দেশব্যাপী কৃষকরা কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিল, তখন কঙ্গনা রানাউত এক কটূক্তি করে একটি টুইট করেছিলেন যা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল।

এই ঘটনার পর সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেকে যেমন সমালোচনা করেছেন, কেউ কেউ আবার কুলবিন্দর কউরের সাহসিকতার প্রশংসা করছেন। তবে, আইনি পদক্ষেপের প্রেক্ষিতে কী ফলাফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

কুলবিন্দরের পাশে বিশাল দাদলানি

কুলবিন্দরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের গায়ক তথা সুরকার বিশাল দাদলানি। তিনি ঘটনার ভিডিয়ো পোস্ট করে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি হিংসাকে সমথর্ন করি না। কিন্তু তাঁর রাগের কারণ বুঝি।’ একই সঙ্গে সিআইএফ জওয়ানের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, চাকরি গেলে তাঁর চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি। তাঁর দাবি, কুলবিন্দরের জন্য কাজ তিনি পরিস্থিতি তেমন হলে তিনি যে কোন সময় কাজে যোগ দিতে পারবেন। পোস্টে শেষে তিনি লিখেছেন, ‘জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিসান স্লোগান।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version