Homeখবরদেশনয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

নয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

প্রকাশিত

নয়াদিল্লি: রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বাদল অধিবেশন থেকে এই ভবনে আইনসভার কাজ শুরু হবে। এমন পরিস্থিতিতে পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ভবনটি কী ভাবে ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট নয়, তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত ভাবে বলা হয়েছে যে এটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে।

পুরনো সংসদ ভবনের বয়স ৯৬। ১৯২৭ সালে ভবনটির উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল ‘কাউন্সিল হাউস’। ভিতরে বসত কেন্দ্রীয় আইনসভা। স্বাধীনতার পরে এই কাউন্সিল হাউসেরই নাম পাল্টে রাখা হয় সংসদ ভবন। গণতান্ত্রিক ভারতের প্রতীক সংবিধানও এই সংসদ ভবনেই গৃহীত হয়েছিল। ১৯৫৬ সালে আরও দুটি তলা যোগ করা হয় এই ভবনে। ২০০৬ সালে একটি সংগ্রহশালাও তৈরি হয়।

এখন নতুন ভবনটির উদ্বোধন হয়ে যাওয়ায় পুরনো ভবনটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে বহাল থাকবে তা নিশ্চিত। সেটি ভেঙে ফেলার কোনো পরিকল্পনাই নেই সরকারের। সেক্ষেত্রে বড়ো আকারের মিউজিয়াম হিসাবে পুরনো সংসদ ভবনকে কাজে লাগানো হবে। সাধারণ মানুষ যেন ভবনে ঢুকে ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থাও থাকবে। অধিবেশনের জায়গায় বসারও সুযোগ পাবেন দর্শনার্থীরা। আগামী দিনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এই পুরনো সংসদ ভবন।

সূত্রের খবর, বিশেষ কিছু অনুষ্ঠানেও এই ভবন ব্যবহার করা যেতে পারে। তবে এখন পর্যন্ত লিখিত ভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পুরনো ভবনের কিছু অংশের অবস্থা খুবই খারাপ, যা মেরামত করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেই সময় এই সংসদ ভবন তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। যেখানে নতুন সংসদ ভবন তৈরি করতে প্রায় ১২০০ কোটি খরচ হল, সেখানেই পুরনো সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৮৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিষ্ঠিত হল সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’

আরও পড়ুন: বিরোধীদের বয়কট, রবিবার কড়া নিরাপত্তায় নতুন সংসদ ভবনের উদ্বোধন

আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে?

আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।