Home খবর দেশ নয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

নয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

নয়াদিল্লি: রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বাদল অধিবেশন থেকে এই ভবনে আইনসভার কাজ শুরু হবে। এমন পরিস্থিতিতে পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ভবনটি কী ভাবে ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট নয়, তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত ভাবে বলা হয়েছে যে এটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে।

পুরনো সংসদ ভবনের বয়স ৯৬। ১৯২৭ সালে ভবনটির উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল ‘কাউন্সিল হাউস’। ভিতরে বসত কেন্দ্রীয় আইনসভা। স্বাধীনতার পরে এই কাউন্সিল হাউসেরই নাম পাল্টে রাখা হয় সংসদ ভবন। গণতান্ত্রিক ভারতের প্রতীক সংবিধানও এই সংসদ ভবনেই গৃহীত হয়েছিল। ১৯৫৬ সালে আরও দুটি তলা যোগ করা হয় এই ভবনে। ২০০৬ সালে একটি সংগ্রহশালাও তৈরি হয়।

এখন নতুন ভবনটির উদ্বোধন হয়ে যাওয়ায় পুরনো ভবনটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে বহাল থাকবে তা নিশ্চিত। সেটি ভেঙে ফেলার কোনো পরিকল্পনাই নেই সরকারের। সেক্ষেত্রে বড়ো আকারের মিউজিয়াম হিসাবে পুরনো সংসদ ভবনকে কাজে লাগানো হবে। সাধারণ মানুষ যেন ভবনে ঢুকে ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থাও থাকবে। অধিবেশনের জায়গায় বসারও সুযোগ পাবেন দর্শনার্থীরা। আগামী দিনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এই পুরনো সংসদ ভবন।

সূত্রের খবর, বিশেষ কিছু অনুষ্ঠানেও এই ভবন ব্যবহার করা যেতে পারে। তবে এখন পর্যন্ত লিখিত ভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পুরনো ভবনের কিছু অংশের অবস্থা খুবই খারাপ, যা মেরামত করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেই সময় এই সংসদ ভবন তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। যেখানে নতুন সংসদ ভবন তৈরি করতে প্রায় ১২০০ কোটি খরচ হল, সেখানেই পুরনো সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৮৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিষ্ঠিত হল সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’

আরও পড়ুন: বিরোধীদের বয়কট, রবিবার কড়া নিরাপত্তায় নতুন সংসদ ভবনের উদ্বোধন

আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে?

আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version