Homeখবরদেশলোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রথম সাংবিধানিক ভূমিকায় সনিয়া পুত্র

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রথম সাংবিধানিক ভূমিকায় সনিয়া পুত্র

প্রকাশিত

কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত মেনে লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন রাহুল গান্ধী। লোকসভার স্পিকারে নির্বাচনের আগে মঙ্গলবার এই ঘোষণা করল কংগ্রেস। স্পিকার পদে শাসকদলের সঙ্গে প্রার্থী দিয়েছে বিরোধীদলের জোট ইন্ডিয়াও। 

বুধবারের নির্বাচন প্রতীকী হবে। কারণ এতে ২৭২ এমপি-র সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং এনডিএ-র ২৯২ এমপি থাকার পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেসের ৪ এমপির সমর্থনও রয়েছে। তবে প্রার্থী দিয়ে বিরোধী দল বুজিয়ে দিয়েছে ২০১৪ এবং ২০১৯ সালের মতো পরিস্থিতি  এবার থাকবে না।

রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী মন্ত্রির মর্যাদা পাবেন এবং জনগণের এবং ইন্ডিয়া ব্লকের দাবিগুলি শক্তিশালীভাবে তুলে ধরতে পারবেন।

তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার এবং সিবিআই ডিরেক্টর নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে গঠিত গুরুত্বপূর্ণ প্যানেলের অংশ হবেন। এছাড়াও তিনি বিদেশী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে জাতীয় সমস্যাগুলির বিষয়ে মতামত জানাতে পারবেন।

মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া ব্লকের সংসদীয় নেতাদের বৈঠকের পর রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন (সোনিয়া গান্ধী) প্রো-টেম স্পিকার ভর্তহরি মহতাবকে একটি চিঠি লিখে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যান্য অফিস বহনকারীদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

তবে সূত্রের খবর, বৈঠকের পর এই ঘোষণা করা হলেও, ইন্ডিয়ার বৈঠকের সময় এ নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।