কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত মেনে লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন রাহুল গান্ধী। লোকসভার স্পিকারে নির্বাচনের আগে মঙ্গলবার এই ঘোষণা করল কংগ্রেস। স্পিকার পদে শাসকদলের সঙ্গে প্রার্থী দিয়েছে বিরোধীদলের জোট ইন্ডিয়াও।
বুধবারের নির্বাচন প্রতীকী হবে। কারণ এতে ২৭২ এমপি-র সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং এনডিএ-র ২৯২ এমপি থাকার পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেসের ৪ এমপির সমর্থনও রয়েছে। তবে প্রার্থী দিয়ে বিরোধী দল বুজিয়ে দিয়েছে ২০১৪ এবং ২০১৯ সালের মতো পরিস্থিতি এবার থাকবে না।
রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী মন্ত্রির মর্যাদা পাবেন এবং জনগণের এবং ইন্ডিয়া ব্লকের দাবিগুলি শক্তিশালীভাবে তুলে ধরতে পারবেন।
তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার এবং সিবিআই ডিরেক্টর নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে গঠিত গুরুত্বপূর্ণ প্যানেলের অংশ হবেন। এছাড়াও তিনি বিদেশী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে জাতীয় সমস্যাগুলির বিষয়ে মতামত জানাতে পারবেন।
মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া ব্লকের সংসদীয় নেতাদের বৈঠকের পর রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন (সোনিয়া গান্ধী) প্রো-টেম স্পিকার ভর্তহরি মহতাবকে একটি চিঠি লিখে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যান্য অফিস বহনকারীদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে সূত্রের খবর, বৈঠকের পর এই ঘোষণা করা হলেও, ইন্ডিয়ার বৈঠকের সময় এ নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।