Homeখবরদেশ৭২ জনের মোদী মন্ত্রিসভায় ১০ শতাংশের কম মহিলা

৭২ জনের মোদী মন্ত্রিসভায় ১০ শতাংশের কম মহিলা

প্রকাশিত

রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ) শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র সাত, যা আগের মোদী মন্ত্রিসভার তুলনায় কম। ২০২১ সালের মোদী মন্ত্রিসভায় ১১ জন মহিলা মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ছিল ৭৮। সেই তুলনায় এবার মহিলা মন্ত্রীদের অংশগ্রহণের হার ১৪ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে।

বিভিন্ন মহলে মোদী মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল, দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বর্তমানে সাতজন মহিলা মন্ত্রী রয়েছেন, যা মোট ৪৩ জন মন্ত্রীর মধ্যে ১৬ শতাংশ। তৃণমূলের দাবি, তাদের মন্ত্রিসভায় মহিলাদের অংশগ্রহণের হার অনেক বেশি।

বিজেপি যদিও দাবি করছে, মোদী সরকার মহিলাদের গুরুত্ব দিয়েছে এবং আগের মন্ত্রিসভায় ১১ জন মহিলা মন্ত্রীর অন্তর্ভুক্তি গত ১৭ বছরে সর্বোচ্চ ছিল।

আরও পড়ুন। ৭২ জন মন্ত্রী সহ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোদী, ৯ নতুন মুখ

মোদী মন্ত্রিসভার মহিলা মন্ত্রীরা

নির্মলা সীতারামন

নির্মলা সীতারামন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। অরুণ জেটলির পর প্রথম মোদী সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি এবং ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেও তাঁকেই অর্থমন্ত্রী করা হয়। তৃতীয় মোদী মন্ত্রিসভাতেও তিনি অর্থমন্ত্রী হিসেবে রয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।

অন্নপূর্ণা দেবী

অন্নপূর্ণা দেবী পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ঝাড়খণ্ডের কোডারমা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ অন্নপূর্ণা ১৯৯৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ২০২১ সালে প্রথমবার মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।

অনুপ্রিয়া পটেল

অনুপ্রিয়া পটেল প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এনডিএ-র শরিক দল আপনা দল (সোনেলাল)-এর নেত্রী অনুপ্রিয়া উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে নির্বাচিত হয়েছেন। তিনি সমাজবাদী পার্টির প্রার্থী রমেশচাঁদ বিন্দকে ৩৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

শোভা করন্দলজে

শোভা করন্দলজে কর্নাটকের বিজেপি নেত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ এবং আরএসএস থেকে উঠে আসা নেত্রী। তিনি তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং ২০২১ সালে মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন।

রক্ষা খাড়সে

রক্ষা খাড়সে মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের কেন্দ্র থেকে তিনবারের সাংসদ এবং প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ। তিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং লোকসভা নির্বাচনে এনসিপি প্রার্থীকে দুই লক্ষ ৭২ হাজার ভোটে পরাজিত করেছেন।

সাবিত্রী ঠাকুর

মধ্যপ্রদেশের ধর কেন্দ্র থেকে নির্বাচিত সাবিত্রী ঠাকুর প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম মুভেলকে দুই লক্ষ ১৮ হাজার ভোটে পরাজিত করেছেন।

নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া

নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া গুজরাতের ভাবনগর কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। তিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং কংগ্রেস প্রার্থী উমেশভাই নারাণভাই মাকওয়ানাকে সাড়ে চার লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন।

মোদী মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবুও, বিজেপি দাবি করছে যে, মোদী সরকার মহিলাদের যথাযথ গুরুত্ব দিয়েছে এবং তাদের মন্ত্রিসভায় মহিলাদের অন্তর্ভুক্তি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।