Homeখবরদেশভাদনগর এবং বারাণসীর মধ্যে যোগসূত্র! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শুরু করল তদন্ত

ভাদনগর এবং বারাণসীর মধ্যে যোগসূত্র! বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শুরু করল তদন্ত

প্রকাশিত

নয়া দিল্লি : ভাদনগরে জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে বারাণসী থেকে একাধিক বার ভোটে জিতেছেন তিনি। তবে এই দুই জায়গার মধ্যে কি কোন যোগসূত্র রয়েছে? এবার সেই প্রশ্নের সন্ধান শুরু করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর কর্মস্থান এবং জন্মস্থান এর মধ্যে আদৌ কোন যোগসূত্র কোনওদিন ছিল কিনা সেই তদন্তই শুরু করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

এই তদন্তের স্বার্থে একটি কমিটি তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। সেই কমিটির মূল কাজই হলো এই দুই জায়গার মধ্যে মিল খুঁজে বের করা। কমিটিতে রয়েছেন আর্কিওলজিস্ট বিদুলা জয়সওয়াল, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুকুল রাজ মেহেতা, প্রফেসর এবং ইতিহাসবিদ অতুল ত্রিপাঠি এবং লাল জি। তবে আগামী দিনে এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেই জানা যাচ্ছে।

তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন শুরু হল এই যোগসূত্র সন্ধান। ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘একটা সময় নাকি বৌদ্ধধর্মের কেন্দ্র ছিল প্রধানমন্ত্রীর জন্মস্থান ভাদনগর। প্রায় দেড় হাজার থেকে দু হাজার বছর আগে সারনাথ থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা মথুরা, সাঁচি হয়ে ভাদনগর যেত ধর্মশিক্ষা দিতে। স্বাভাবিকভাবেই এই দুই জায়গার সঙ্গে ভাদনগরের মিল থাকার সম্ভাবনা আছে’।

আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে অ্যাডেনো ভাইরাস, জারি নয়া নির্দেশিকা

সাম্প্রতিকতম

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।