Homeখবরদেশশুধু কৃষ্ণনগর নয়, সারা দেশেই 'রাজকীয়' প্রার্থী বিজেপি-র

শুধু কৃষ্ণনগর নয়, সারা দেশেই ‘রাজকীয়’ প্রার্থী বিজেপি-র

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

২০২৪ সালের লোকসভা নির্বাচনে একের পর এক চমক। প্রাক্তন রাজপরিবারের ১০ জনেরও বেশি সদস্যকে টিকিট দিয়েছে বিজেপি। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার টিকিট পাওয়ার পরই রাজনীতি শুরু করছেন। অর্থাৎ, এর আগে প্রত্যক্ষ রজনীতির সঙ্গে এঁদের অনেকেরই কোনো সম্পর্ক ছিল না।

ওড়িশা

ওড়িশায় রাজবংশের দুই সদস্য সঙ্গীতা কুমারী সিং দেব এবং মালবিকা কেশরী দেবকে প্রার্থী করেছে বিজেপি। সঙ্গীতা কুমারী সিং দেব পাটনাগড়-বোলাঙ্গীরের এবং মালবিকা কেশরী দেব কালাহান্ডি রাজ্যের রাজপরিবারের সদস্য।

রাজস্থান

রাজস্থান থেকে বিজেপি রাজপরিবারের দুই সদস্যকে টিকিট দিয়েছে। ঝালাওয়ার বারান লোকসভা আসন থেকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে দুষ্যন্ত সিংকে প্রার্থী করেছে বিজেপি। বসুন্ধরা রাজে গোয়ালিয়রের প্রাক্তন সিন্ধিয়া রাজপরিবারের সদস্য, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন। দুষ্যন্ত সিং চার বছর ধরে ঝালাওয়ার বারানের সাংসদ। তাঁর ঠাকুরমা বিজয়ারাজে সিন্ধিয়া ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। রাজসামন্দ লোকসভা আসন থেকে মহিমা সিংকে প্রার্থী করেছে বিজেপি। যিনি মেওয়ার রাজপরিবারের বধূ।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের গুনা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন আরেক সিন্ধিয়া রাজবংশের সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০১৯ সালে, তিনি একই আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছিলেন। বর্তমানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার সাংসদ।

কর্নাটক

কর্নাটকের মহীশূর লোকসভা আসন থেকে বর্তমান সাংসদ প্রতাপ সিমহার টিকিট বাতিল করেছে বিজেপি। দল এখান থেকে মহীশূরের প্রাক্তন রাজপরিবারের বংশধর যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ারকে টিকিট দিয়েছে।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল আসন থেকে বর্তমান সাংসদ এবং তৎকালীন তেহরি-গড়ওয়াল রাজ্যের রানী মালা রাজ্য লক্ষ্মী শাহকে (৭৩ বছর) টিকিট দিয়েছে বিজেপি। তিনি কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালে তেহরি-গড়োয়ালের মহারাজা মনুজেন্দ্র শাহ সাহেব বাহাদুরকে বিয়ে করেন।

পঞ্জাব

পঞ্জাবের পাতিয়ালা লোকসভা আসন থেকে, বিজেপি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রনীত কৌরকে টিকিট দিয়েছে, যিনি পাতিয়ালার প্রাক্তন রাজপরিবারের অন্তর্গত। প্রনীত কৌর ১০৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের টিকিটে পাতিয়ালা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন।

পশ্চিমবঙ্গ

বাংলায় ‘রাজমাতা’/ ‘রানিমা’ অমৃতা রায়কে ময়দান কৃষ্ণনগর আসনের টিকিট দিয়েছে বিজেপি। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে মহুয়া মৈত্র দাঁড়িয়েছেন।

ত্রিপুরা

পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে, বিজেপি ত্রিপুরার মাণিক্য রাজবংশের অন্তর্গত মহারানি কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে। তাঁর স্বামী যোগেশ্বর রাজ সিং কংগ্রেস নেতা ছিলেন। তিনি তিপরা মোথা পার্টির নেতা প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মার বোন এবং এটিই তাঁর প্রথম নির্বাচন।

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।