Homeখবরদেশমহুয়া মৈত্রকে তলব এথিক্স কমিটির, যাবেন তো কৃষ্ণনগরের সাংসদ?

মহুয়া মৈত্রকে তলব এথিক্স কমিটির, যাবেন তো কৃষ্ণনগরের সাংসদ?

প্রকাশিত

নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব এথিক্স কমিটির। বিজেপি নেতা নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটিতে অভিযোগ দায়ের করেন। সেখানেই আগামী ৩১ অক্টোবর ডাকা হয়েছে কৃষ্ণনগরের সাংসদকে। বেলা ১১টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

এই মামলায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকেও ডেকেছে এথিক্স কমিটি। মহুয়ার প্রাক্তন বন্ধু হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী জয়। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই বিরুদ্ধে ঘুষের বদলে প্রশ্ন করার অভিযোগ তোলেন দুবে। এর পরেই নিশিকান্ত লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার দাবি জানান। স্পিকার এথিক্স কমিটিকে দায়িত্ব দেন।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তলব করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে। দুবে ও জয়ের সঙ্গে এ দিনের বৈঠক শেষে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার বলেন, “আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কথা আজ শোনা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যপ্রমাণগুলি খতিয়ে দেখা হবে। মামলাটির গুরুত্ব বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহুয়া মৈত্রকেও ডেকে পাঠানো হবে। সেই মর্মে তাঁকে ৩১ অক্টোবর এথিক্স কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁকেও নিজের সপক্ষে বলার সুযোগ দেওয়া হবে।”

বলে রাখা ভালো, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কয়েকদিন আগে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখে অভিযোগ করেছিলেন যে মহুয়া মৈত্র সংসদে আদানিকে নিয়ে প্রশ্ন করার জন্য শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ হিসাবে উপহার এবং নগদ টাকা নিয়েছিলেন। এমনই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। মহুয়া মৈত্র এসব অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন। তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি।

হীরানন্দানির হলফনামা ইতিমধ্যেই নস্যাৎ করে দিয়েছেন মহুয়া। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছিলেন, “দর্শন হীরানন্দানিকে সিবিআই বা এথিক্স কমিটি বা প্রকৃতপক্ষে এখনও কোনও তদন্তকারী সংস্থা দ্বারা তলব করা হয়নি। তাসত্ত্বেও তিনি কারও কাছে এই হলফনামা দিয়েছেন”। এ দিন এথিক্স কমিটি তাঁকে তলব করায় সংবাদ মাধ্যমের কাছে মহুয়া বলেন, “আমি এখনও কোনো চিঠি পাইনি। তবে আমায় ডেকে পাঠানো হল নিশ্চয়ই যাব। কেন যাব না।”

আরও পড়ুন: কেন বরখাস্ত নয়? মহুয়াকে নিয়ে তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি!

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

২০২৭ সালের মার্চে হবে ভারতের অষ্টম জনগণনা। শুরু হল হাউজ লিস্টিং প্রক্রিয়া। এবার ঘরে বসেই আপলোড করা যাবে তথ্য। তবে জাতিগণনা নিয়ে সরকারি নীরবতা ঘিরে প্রশ্ন কংগ্রেসের।

‘ওয়েটিং লিস্টে’ লাগাম! এবার নির্দিষ্ট সংখ্যায় মিলবে টিকিট, আধার বাধ্যতামূলক তৎকাল বুকিংয়ে

রেলযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত! এবার ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার ক্ষেত্রেও লাগু হচ্ছে সীমা। পাশাপাশি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে