Homeখবরদেশলোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল, বিতর্কে মেরুকরণের অভিযোগ বিরোধীদের

লোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল, বিতর্কে মেরুকরণের অভিযোগ বিরোধীদের

প্রকাশিত

বুধবার গভীর রাতে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ হল সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ জন এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ভোটের ব্যবধান ৫৬। মোট ভোট পড়ল ৫২০। অধিবেশনে তেমন কোনও অশান্তি হয়নি। বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।

বিল পেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারের অবস্থান জানিয়ে বলেন, “অন্যের জমি দান করা যায় না, দান একমাত্র নিজের জমিই করা যায়।” তিনি দাবি করেন, সংশোধিত ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না। এটি ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণে সহায়ক।

বিরোধীদের আপত্তি ও মেরুকরণের অভিযোগ

বিলের বিরোধিতায় তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, জেপিসির ভিন্নমত উপেক্ষা করে বিলটি পেশ করা হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিলটিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “বিজেপির আনা এই বিল মুসলমানদের অধিকার খর্ব করছে এবং কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট করছে।”

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিলকে মেরুকরণের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেন। গৌরবের মন্তব্য, “এই বিল সংবিধানকে অবজ্ঞা করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চাইছে।”

মোদীকে সমর্থন শরিকদের

তিন শরিক জেডিইউ, টিডিপি এবং এলজেপি সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে দাঁড়ায়। জেডিইউর লল্লন সিংহ দাবি করেন, “বিরোধীরা মুসলিমদের ক্ষমতায়নের বিরুদ্ধে।”

বিজেপি সাংসদদের সমর্থন

বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তেজস্বী সূর্য বিলের প্রশংসা করেন। অভিজিৎ প্রশ্ন তোলেন, “ওয়াকফ সম্পত্তি কি বিধবা মুসলিম মহিলা ও অনাথদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে?” তেজস্বী সূর্য ২০১৩ সালের সংশোধিত ওয়াকফ আইনকে কংগ্রেসের ভুল পদক্ষেপ বলে চিহ্নিত করেন।

আডবাণী, সুষমার অবস্থান নিয়ে প্রশ্ন ওয়েইসির

ওয়াকফ বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পাল্টা প্রশ্ন তুলে বলেন, “২০১৩ সালে ওয়াকফ সংশোধনী বিল সর্বসম্মতি ভাবে পাশ হয়েছিল। তখন আডবাণী, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহ কেন আপত্তি করেননি?”

সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিতর্ক অব্যাহত। বৃহস্পতিবার রাজ্যসভায় বিল পেশ হলে আরও তীব্র আলোচনার সম্ভাবনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।