Homeখবরদেশলোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল, বিতর্কে মেরুকরণের অভিযোগ বিরোধীদের

লোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল, বিতর্কে মেরুকরণের অভিযোগ বিরোধীদের

প্রকাশিত

বুধবার গভীর রাতে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ হল সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ জন এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ভোটের ব্যবধান ৫৬। মোট ভোট পড়ল ৫২০। অধিবেশনে তেমন কোনও অশান্তি হয়নি। বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।

বিল পেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারের অবস্থান জানিয়ে বলেন, “অন্যের জমি দান করা যায় না, দান একমাত্র নিজের জমিই করা যায়।” তিনি দাবি করেন, সংশোধিত ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না। এটি ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণে সহায়ক।

বিরোধীদের আপত্তি ও মেরুকরণের অভিযোগ

বিলের বিরোধিতায় তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, জেপিসির ভিন্নমত উপেক্ষা করে বিলটি পেশ করা হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিলটিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “বিজেপির আনা এই বিল মুসলমানদের অধিকার খর্ব করছে এবং কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট করছে।”

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিলকে মেরুকরণের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেন। গৌরবের মন্তব্য, “এই বিল সংবিধানকে অবজ্ঞা করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চাইছে।”

মোদীকে সমর্থন শরিকদের

তিন শরিক জেডিইউ, টিডিপি এবং এলজেপি সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে দাঁড়ায়। জেডিইউর লল্লন সিংহ দাবি করেন, “বিরোধীরা মুসলিমদের ক্ষমতায়নের বিরুদ্ধে।”

বিজেপি সাংসদদের সমর্থন

বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তেজস্বী সূর্য বিলের প্রশংসা করেন। অভিজিৎ প্রশ্ন তোলেন, “ওয়াকফ সম্পত্তি কি বিধবা মুসলিম মহিলা ও অনাথদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে?” তেজস্বী সূর্য ২০১৩ সালের সংশোধিত ওয়াকফ আইনকে কংগ্রেসের ভুল পদক্ষেপ বলে চিহ্নিত করেন।

আডবাণী, সুষমার অবস্থান নিয়ে প্রশ্ন ওয়েইসির

ওয়াকফ বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পাল্টা প্রশ্ন তুলে বলেন, “২০১৩ সালে ওয়াকফ সংশোধনী বিল সর্বসম্মতি ভাবে পাশ হয়েছিল। তখন আডবাণী, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহ কেন আপত্তি করেননি?”

সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিতর্ক অব্যাহত। বৃহস্পতিবার রাজ্যসভায় বিল পেশ হলে আরও তীব্র আলোচনার সম্ভাবনা রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...