Homeখবরদেশ৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস,...

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

প্রকাশিত

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদ যেন স্বপ্নের জগত! ৩০ বছর পর আবারও ফুলে উঠেছে হ্রদের জলে গোলাপি পদ্ম। স্থানীয় ভাষায় যার ডাঁটাকে বলা হয় ‘নদরু’। এক সময়ের হারিয়ে যাওয়া জীবিকা ফিরে পেয়ে চোখে জল বান্দিপোরার কৃষক পরিবারগুলোর।

এক সময় ওয়ুলার হ্রদ ছিল এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ, যেখানে পদ্ম ছিল প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। ১৯৯২ সালের বিধ্বংসী বন্যা সেই পদ্ম বপনকে থামিয়ে দিয়েছিল। নদীর সঙ্গে আসা পলির স্তূপ পদ্মবীজকে এতটাই গভীরে ঢেকে দিয়েছিল যে, সে আর জন্মাত না। বহু বছর চেষ্টাতেও কোনও ফল হয়নি।

কিন্তু হঠাৎই আশার আলো। ২০২০ সালে ওয়ুলার সংরক্ষণ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (WUCMA) হ্রদের পুনরুদ্ধার প্রকল্প শুরু করে। পলি সরানোর কাজ শুরু হয়। এবং তার ফলও মিলতে শুরু করে ২০২3-এ—ফুটে ওঠে প্রথম কিছু পদ্ম।

“আমার চোখই বিশ্বাস করছিল না,” বলেন বান্দিপোরার কৃষক আব্দুল রশিদ দার। “ছোটবেলায় বাবার সঙ্গে পদ্মডাঁটা তুলতে যেতাম। এত বছর পরে আবার সেই ছবি ফিরে এল।”

সংরক্ষণ কর্তৃপক্ষের জোনাল অফিসার মুদাসির আহমেদ জানান, “পলি সরানোর ফলে পদ্মের পুরনো বীজগুলি আবার আলো ও বাতাস পাচ্ছে। আমরা নতুন করে কিছু বীজ ছড়িয়েও দিয়েছি।”

ওয়ুলার হ্রদ, যেখানে সারা বছর ধরে কাজ পাওয়া কঠিন, সেখানে নদরু চাষের এই প্রত্যাবর্তন যেন আশীর্বাদ। আব্দুল আজিজ দার জানান, “এই চাষ হয় সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে—ঠিক সেই সময়ে যখন অন্য কোনও কাজ পাওয়া যায় না।”

একইসঙ্গে চলছে হ্রদের পুনরুদ্ধার প্রকল্প। এখনো পর্যন্ত প্রায় ৭৯ লক্ষ কিউবিক মিটার পলি সরানো হয়েছে। জলধারার মুখে তৈরি হচ্ছে রিটেনশন বেসিন, যাতে ভবিষ্যতে পলি আর হ্রদে না জমে।

এখন শুধু সৌন্দর্য নয়, নদরু আবার হয়ে উঠেছে উপার্জনের মাধ্যম। পদ্মের এই প্রত্যাবর্তন যেন কাশ্মীরের প্রকৃতির সঙ্গে মানুষের এক নতুন করে যোগসূত্র। এবং সেই সূত্রেই ওয়ুলারের ঘরে ঘরে ফিরে আসছে হারানো হাসি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।