Homeখবরদেশ৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস,...

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

প্রকাশিত

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদ যেন স্বপ্নের জগত! ৩০ বছর পর আবারও ফুলে উঠেছে হ্রদের জলে গোলাপি পদ্ম। স্থানীয় ভাষায় যার ডাঁটাকে বলা হয় ‘নদরু’। এক সময়ের হারিয়ে যাওয়া জীবিকা ফিরে পেয়ে চোখে জল বান্দিপোরার কৃষক পরিবারগুলোর।

এক সময় ওয়ুলার হ্রদ ছিল এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ, যেখানে পদ্ম ছিল প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। ১৯৯২ সালের বিধ্বংসী বন্যা সেই পদ্ম বপনকে থামিয়ে দিয়েছিল। নদীর সঙ্গে আসা পলির স্তূপ পদ্মবীজকে এতটাই গভীরে ঢেকে দিয়েছিল যে, সে আর জন্মাত না। বহু বছর চেষ্টাতেও কোনও ফল হয়নি।

কিন্তু হঠাৎই আশার আলো। ২০২০ সালে ওয়ুলার সংরক্ষণ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (WUCMA) হ্রদের পুনরুদ্ধার প্রকল্প শুরু করে। পলি সরানোর কাজ শুরু হয়। এবং তার ফলও মিলতে শুরু করে ২০২3-এ—ফুটে ওঠে প্রথম কিছু পদ্ম।

“আমার চোখই বিশ্বাস করছিল না,” বলেন বান্দিপোরার কৃষক আব্দুল রশিদ দার। “ছোটবেলায় বাবার সঙ্গে পদ্মডাঁটা তুলতে যেতাম। এত বছর পরে আবার সেই ছবি ফিরে এল।”

সংরক্ষণ কর্তৃপক্ষের জোনাল অফিসার মুদাসির আহমেদ জানান, “পলি সরানোর ফলে পদ্মের পুরনো বীজগুলি আবার আলো ও বাতাস পাচ্ছে। আমরা নতুন করে কিছু বীজ ছড়িয়েও দিয়েছি।”

ওয়ুলার হ্রদ, যেখানে সারা বছর ধরে কাজ পাওয়া কঠিন, সেখানে নদরু চাষের এই প্রত্যাবর্তন যেন আশীর্বাদ। আব্দুল আজিজ দার জানান, “এই চাষ হয় সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে—ঠিক সেই সময়ে যখন অন্য কোনও কাজ পাওয়া যায় না।”

একইসঙ্গে চলছে হ্রদের পুনরুদ্ধার প্রকল্প। এখনো পর্যন্ত প্রায় ৭৯ লক্ষ কিউবিক মিটার পলি সরানো হয়েছে। জলধারার মুখে তৈরি হচ্ছে রিটেনশন বেসিন, যাতে ভবিষ্যতে পলি আর হ্রদে না জমে।

এখন শুধু সৌন্দর্য নয়, নদরু আবার হয়ে উঠেছে উপার্জনের মাধ্যম। পদ্মের এই প্রত্যাবর্তন যেন কাশ্মীরের প্রকৃতির সঙ্গে মানুষের এক নতুন করে যোগসূত্র। এবং সেই সূত্রেই ওয়ুলারের ঘরে ঘরে ফিরে আসছে হারানো হাসি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

আরও পড়ুন

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...