Homeখবরদেশমাটির নিচে বিকট শব্দ, ভয় বাড়ছে মহারাষ্ট্রে

মাটির নিচে বিকট শব্দ, ভয় বাড়ছে মহারাষ্ট্রে

প্রকাশিত

মুম্বই : মাত্র কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্প হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। এরপরই জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েলিংটন। আর এইসবের মাঝেই নয়া আতঙ্ক তৈরি হয়েছে মহারাষ্ট্রের লাতুর শহরে।

সূত্র মারফত জানা চাচ্ছে, মাটির নিচ থেকে ভয়ংকর শব্দ শুনতে পাচ্ছেন এলাকাবাসী। ভূমিকম্প হতে পারে এই আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্প হয়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। তাহলে ওই শব্দটা কিসের এই প্রশ্নই জেগেছে সকলের মনে।

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ লাতুরের বিবেকানন্দ চকের কাছে রহস্যময় শব্দ শুনতে পায় এলাকাবাসী। এর পরই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। তদন্তে নামে জেলা মোকাবিলা বিভাগ। যদিও ভূমিকম্পের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক সাকেব উসমানী জানান, মারাঠওয়ারা অঞ্চলে বিগত কয়েকদিন ধরেই মাটির নিচ থেকে রহস্যময় শব্দ শোনা যাচ্ছে। চলতি বছরের ৪ তারিখ লাতুরের নিলঙ্গা মহকুমার মিতুর ডাঙ্গীবাড়ি এলাকায় শোনা গিয়েছিল এরকমই শব্দ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসেও লাতুর শহরে বিভিন্ন এলাকায় ভয়ংকর শব্দ শোনা গিয়েছিল। তবে এই শব্দের উৎস কি, কোথা থেকে আসছে এই শব্দ সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।