Homeখবরদেশএলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

এলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

প্রকাশিত

রবিবার (১ অক্টোবর, ২০২৩) এলপিজি-র সংশোধিত দাম প্রকাশ করেছে তেল বিপণন সংস্থাগুলি। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়ার পরে বাণিজ্যিক এলপিজি এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল। তবে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

কোথায় কত দাম

প্রতি মাসের প্রথম দিনে সংশোধিত হয় এলপিজি সিলিন্ডারের দাম। এ দিনের সংশোধিত দাম অনুসারে, দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডার ১,৭৩১.৫০ টাকায় কিনতে হবে। মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৬৪৮ টাকা, ১,৮৩৯.৫০ টাকা এবং ১,৮৯৮ টাকা।

উল্লেখযোগ্য ভাবে, গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা কমানো হয়েছিল। আর মাস ঘুরতেই এ বার বাড়িয়ে দেওয়া হল ২০৯ টাকা।

ঘরোয়া এলপিজির দাম

গত আগস্টে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমপক্ষে ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পর থেকে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। মুম্বইতে ৯০২.৫০ টাকা। চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকা। একইসঙ্গে সেদিন থেকে কলকাতায় ৯২৯ টাকায় মিলছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার।

অন্য দিকে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য, একটি এলপিজি সিলিন্ডারের মূল্য কমছে ৪০০ টাকা। অর্থাৎ, যে গ্রাহকরা উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগী নন, তাঁদের জন্য দাম কমানো হয়েছে মাত্র ২০০ টাকা। ৩০ আগস্ট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

সাশ্রয়ী মূল্যের পরিষেবা

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ইতিমধ্যে বলেছেন, “সংসারের খরচ সামলাতে গিয়ে তারা যেসব চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, আমরা তা বুঝতে পারি। রান্নার গ্যাসের দাম কমানোর লক্ষ্য পরিবার এবং নাগরিকদের সরাসরি স্বস্তি দেওয়া। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের পরিষেবা নিশ্চিত করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে চলেছে।”

কেন্দ্র বলেছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সম্পর্কিত যোগ্য আবেদনগুলি মঞ্জুর করে বিনামূল্যে ৭৫ লক্ষ নতুন গ্যাস সংযোগ দেবে। এই নতুন সংযোগগুলির বরাদ্দ হলে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ।

আরও পড়ুন: উত্তাল সাগর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কন্ট্রোল রুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...