রবিবার (১ অক্টোবর, ২০২৩) এলপিজি-র সংশোধিত দাম প্রকাশ করেছে তেল বিপণন সংস্থাগুলি। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়ার পরে বাণিজ্যিক এলপিজি এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল। তবে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
কোথায় কত দাম
প্রতি মাসের প্রথম দিনে সংশোধিত হয় এলপিজি সিলিন্ডারের দাম। এ দিনের সংশোধিত দাম অনুসারে, দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডার ১,৭৩১.৫০ টাকায় কিনতে হবে। মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৬৪৮ টাকা, ১,৮৩৯.৫০ টাকা এবং ১,৮৯৮ টাকা।
উল্লেখযোগ্য ভাবে, গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা কমানো হয়েছিল। আর মাস ঘুরতেই এ বার বাড়িয়ে দেওয়া হল ২০৯ টাকা।
ঘরোয়া এলপিজির দাম
গত আগস্টে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমপক্ষে ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পর থেকে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। মুম্বইতে ৯০২.৫০ টাকা। চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকা। একইসঙ্গে সেদিন থেকে কলকাতায় ৯২৯ টাকায় মিলছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার।
অন্য দিকে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য, একটি এলপিজি সিলিন্ডারের মূল্য কমছে ৪০০ টাকা। অর্থাৎ, যে গ্রাহকরা উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগী নন, তাঁদের জন্য দাম কমানো হয়েছে মাত্র ২০০ টাকা। ৩০ আগস্ট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
সাশ্রয়ী মূল্যের পরিষেবা
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ইতিমধ্যে বলেছেন, “সংসারের খরচ সামলাতে গিয়ে তারা যেসব চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, আমরা তা বুঝতে পারি। রান্নার গ্যাসের দাম কমানোর লক্ষ্য পরিবার এবং নাগরিকদের সরাসরি স্বস্তি দেওয়া। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের পরিষেবা নিশ্চিত করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে চলেছে।”
কেন্দ্র বলেছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সম্পর্কিত যোগ্য আবেদনগুলি মঞ্জুর করে বিনামূল্যে ৭৫ লক্ষ নতুন গ্যাস সংযোগ দেবে। এই নতুন সংযোগগুলির বরাদ্দ হলে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ।
আরও পড়ুন: উত্তাল সাগর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কন্ট্রোল রুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর