Homeখবরদেশএলপিজি সিলিন্ডারে আবারও ভরতুকি বাড়ল, কারা পাবেন এই সুবিধা

এলপিজি সিলিন্ডারে আবারও ভরতুকি বাড়ল, কারা পাবেন এই সুবিধা

প্রকাশিত

সামনে উৎসবের মরশুম। তার আগে কিছুটা হলেও স্বস্তি রান্নাঘরে। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডারে ভরতুকি বাড়িয়ে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের স্বস্তি দিয়েছে সরকার। এ বার ভরতুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। সম্প্রতি, রাখীবন্ধন এবং ওনামের উৎসবে, কেন্দ্রীয় মন্ত্রীসভা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজি ভরতুকি ২০০ টাকা বাড়িয়েছিল। আজ সেটাই ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

২০২২ সালের মে মাসের পর থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এক বছরে ১২টি সিলিন্ডারে ভরতুকি দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রতি সিলিন্ডারে ২০০ টাকা করে ভরতুকি দেওয়া শুরু হয় সেসময়। এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছিল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পরে সরকারের তরফে, গত আগস্ট মাসে আরও ২০০ টাকা ভরতুকি ঘোষণা করা হয়। ফলে এই সিলিন্ডারের দাম কমে হয় ৭০০ টাকা। এ দিন আরও ১০০ টাকা ভরতুকি যুক্ত হওয়ার কারণে মহিলাদের জন্য এই এলপিজি সিলিন্ডার ৬০০ টাকায় পাওয়া যাবে।

এ দিন মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে, মন্ত্রীসভা রাখীবন্ধন এবং ওনাম উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দামে ২০০ টাকা ভরতুকি দিয়েছিল। সাধারণ সিলিন্ডারের দাম কমে হয়েছিল ৯০০ টাকা, যেখানে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা ৭০০ টাকায় এই সিলিন্ডার পাচ্ছেন। এ বার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা ৩০০ টাকা ভরতুকি পাবেন, অর্থাৎ তাঁরা এখন ৬০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।”

উজ্জ্বলা প্রকল্পের অধীনে, ভরতুকির টাকা সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। উজ্জ্বলা যোজনার মেয়াদ এবং ভরতুকি বাড়ানোর মূল উদ্দেশ্য হল প্রকল্পের সুবিধাভোগীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া।

পিএমইউওয়াই প্রথম উত্তরপ্রদেশের বালিয়ায় চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যা মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য নিখরচায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও পড়ুন: বৃষ্টি থামার লক্ষণ নেই, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি! আবহাওয়ার ভোলবদল কবে

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

২৫ আগস্ট থেকে হাওড়া থেকেই ছাড়বে ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস, সময়সূচিতে পরিবর্তন

বাঙালির ভরসার ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস আর শালিমার নয়, এবার থেকে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ২৫ আগস্ট থেকে চালু হচ্ছে নতুন রুটিন, পরিবর্তন হয়েছে সময়সূচিও।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে