Homeখবরদেশ'যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে', রাজ্যসভায় বিরোধীদের থামাতে বললেন প্রধানমন্ত্রী মোদী

‘যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে’, রাজ্যসভায় বিরোধীদের থামাতে বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তাঁর ভাষণ শুরুর সঙ্গে সঙ্গেই আদানি ইস্যুতে বিরোধী দলগুলি শোরগোল শুরু করে। বিরোধীদের উদ্দেশ্য করে মোদী বলেন, “তাঁদের কাছে ছিল কাদা আর আমার কাছে গোলাপ। যাঁর কাছে যা ছিল, তিনি সেটাই ছুড়ছেন। কিন্তু যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে”।

প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক দশকে অনেক বুদ্ধিজীবী রাজ্যসভা থেকে দেশকে দিকনির্দেশনা দিয়েছেন। দেশকে পথ দেখিয়েছেন। এখানে এ রকম অনেক বন্ধু আছেন। যাঁরা ব্যক্তিগত জীবনেও অনেক কিছুই অর্জন করেছেন। অনেক বড়ো কাজও করেছেন। অতএব,এখানে যাই ঘটুক না কেন, দেশ তা গুরুত্ব সহকারে শোনে”। একই সঙ্গে তিনি বলেন, “সংসদে কিছু লোকের আচরণ এবং বক্তৃতা শুধু সংসদকে নয়, দেশকেও হতাশ করতে চলেছে”।

বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে নিশানা করেছিলেন মোদী। এ দিন রাজ্যসভাতেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি বলেন, “কংগ্রেস কখনও কোনো বিষয়ের স্থায়ী সমাধানের কথা ভাবেনি, আমাদের সরকার বিতর্কিত সমস্ত বিষয়ের স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছে। যেমন ধরুণ ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া। আগে কোও গ্রামে একটা টিউবঅয়েল বসিয়েই এক সপ্তাহ উৎসব হত। আমরা সরকারে আসার ৩ কোটি ঘরে কলের জল পৌঁছত। গত ৩-৪ বছরে আমরা ১১ কোটি ঘরে কলের জল পৌঁছে দিয়েছি”।

দীর্ঘ সময়ের কংগ্রেস জমানার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সরকার দেশের ৬০ দশক নষ্ট করেছে। গর্ত খনন করতে গিয়ে তিনি ৬ দশক নষ্ট করেছে। ওই একই সময়ে অনেক ছোট দেশও ভারতের আগে এগিয়ে গিয়েছে। মজার কথা, দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করলেও ষড়যন্ত্র থেকে পিছু হঠছে না কংগ্রেস”।

তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিন রাজ্যসভায় যখন প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিচ্ছেন, তখন কংগ্রেস-সহ বিরোধীরা ওয়েলে নেমে এসে স্লোগান তুলেছে, ‘মোদী-আদানি ভাই ভাই, ভাই ভাই।’ এমন পরিস্থিতিতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া কিছুই নথিভুক্ত করা হবে না কার্যবিবরণীতে।

আরও পড়ুন: ভূমিকম্পে ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে তুরস্কে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।