Homeখবরদেশ'যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে', রাজ্যসভায় বিরোধীদের থামাতে বললেন প্রধানমন্ত্রী মোদী

‘যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে’, রাজ্যসভায় বিরোধীদের থামাতে বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তাঁর ভাষণ শুরুর সঙ্গে সঙ্গেই আদানি ইস্যুতে বিরোধী দলগুলি শোরগোল শুরু করে। বিরোধীদের উদ্দেশ্য করে মোদী বলেন, “তাঁদের কাছে ছিল কাদা আর আমার কাছে গোলাপ। যাঁর কাছে যা ছিল, তিনি সেটাই ছুড়ছেন। কিন্তু যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে”।

প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক দশকে অনেক বুদ্ধিজীবী রাজ্যসভা থেকে দেশকে দিকনির্দেশনা দিয়েছেন। দেশকে পথ দেখিয়েছেন। এখানে এ রকম অনেক বন্ধু আছেন। যাঁরা ব্যক্তিগত জীবনেও অনেক কিছুই অর্জন করেছেন। অনেক বড়ো কাজও করেছেন। অতএব,এখানে যাই ঘটুক না কেন, দেশ তা গুরুত্ব সহকারে শোনে”। একই সঙ্গে তিনি বলেন, “সংসদে কিছু লোকের আচরণ এবং বক্তৃতা শুধু সংসদকে নয়, দেশকেও হতাশ করতে চলেছে”।

বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে নিশানা করেছিলেন মোদী। এ দিন রাজ্যসভাতেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি বলেন, “কংগ্রেস কখনও কোনো বিষয়ের স্থায়ী সমাধানের কথা ভাবেনি, আমাদের সরকার বিতর্কিত সমস্ত বিষয়ের স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছে। যেমন ধরুণ ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া। আগে কোও গ্রামে একটা টিউবঅয়েল বসিয়েই এক সপ্তাহ উৎসব হত। আমরা সরকারে আসার ৩ কোটি ঘরে কলের জল পৌঁছত। গত ৩-৪ বছরে আমরা ১১ কোটি ঘরে কলের জল পৌঁছে দিয়েছি”।

দীর্ঘ সময়ের কংগ্রেস জমানার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সরকার দেশের ৬০ দশক নষ্ট করেছে। গর্ত খনন করতে গিয়ে তিনি ৬ দশক নষ্ট করেছে। ওই একই সময়ে অনেক ছোট দেশও ভারতের আগে এগিয়ে গিয়েছে। মজার কথা, দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করলেও ষড়যন্ত্র থেকে পিছু হঠছে না কংগ্রেস”।

তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিন রাজ্যসভায় যখন প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিচ্ছেন, তখন কংগ্রেস-সহ বিরোধীরা ওয়েলে নেমে এসে স্লোগান তুলেছে, ‘মোদী-আদানি ভাই ভাই, ভাই ভাই।’ এমন পরিস্থিতিতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া কিছুই নথিভুক্ত করা হবে না কার্যবিবরণীতে।

আরও পড়ুন: ভূমিকম্পে ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে তুরস্কে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।