Homeখবরদেশমহা কুম্ভে ফের আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এক দিন পরই নতুন অগ্নিকাণ্ড

মহা কুম্ভে ফের আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এক দিন পরই নতুন অগ্নিকাণ্ড

প্রকাশিত

প্রয়াগরাজের মহা কুম্ভ মেলা এলাকায় রবিবার রেল সেতুর কাছে সেক্টর ১৯-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, সোমবার সকালে সেক্টর ৫-এ আবারও আগুন লাগে। পুরি ভাজার প্রস্তুতি চলাকালীন একটি তাঁবুতে এই আগুন লাগে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুসারে, রামদাস আশ্রমের রান্নাঘরেই আগুন লাগে। ঘটনার পর দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন, যাতে তা আশপাশের তাঁবুতে ছড়িয়ে না পড়ে।

ফায়ার ডিরেক্টর জেনারেল (DG Fire) অবিনাশ চন্দ্র সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “পুরো কুম্ভ মেলা এলাকায় অগ্নি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ৫৩টি ফায়ার স্টেশন, ২০টি ফায়ার পোস্ট তৈরি করা হয়েছে এবং ১ হাজার ৩০০-র বেশি দমকলকর্মী ও ৩০০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে আরও নিরাপত্তা জোরদার করা হবে।”

তিনি আরও জানান, “প্রয়াগরাজ জেলায় যেখানে মাত্র ৯টি ফায়ার স্টেশন রয়েছে, সেখানে শুধুমাত্র মহা কুম্ভ এলাকায় রয়েছে ৫৩টি ফায়ার স্টেশন এবং ২০টির বেশি ফায়ার পোস্ট। সাধারণত লখনউ শহরের মতো বড় জেলায় ১১টি ফায়ার স্টেশন এবং ২০০ জনের মতো কর্মী থাকেন। সেই জায়গায় এখানে ১ হাজার ৪০০-র বেশি দমকলকর্মী মোতায়েন রয়েছে। এক একটি ফায়ার স্টেশনের আওতাধীন এলাকা ৮০০ বর্গমিটার, ফলে মাত্র ৩-৪ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো সম্ভব হচ্ছে। আমাদের প্রতিক্রিয়া সময় প্রায় ৩ মিনিটের মধ্যে রাখা হয়েছে। মহা কুম্ভে আসা সমস্ত ভক্তরা নিশ্চিন্তে আসতে পারেন, আমরা নির্ভুল অগ্নি নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা নিশ্চিত করছি।”

এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুনে ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত, রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) মহা কুম্ভ মেলা এলাকায় সেক্টর ১৯-এ একটি রেল সেতুর কাছে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এডিজি ভানু ভাস্কর সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “মহা কুম্ভ মেলার সেক্টর ১৯-এ ২-৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ক্যাম্পে ভয়াবহ আগুন ধরে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কেউ আহত হননি। ঘটনার তদন্ত করা হবে।”

অগ্নিকাণ্ডের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং এমন ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঘটনার আপডেট নেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।