Homeখবরদেশদুর্ঘটনার পর মহাকুম্ভে কড়া নিয়ম, যানবাহন নিষিদ্ধ, ভিভিআইপি পাস বাতিল

দুর্ঘটনার পর মহাকুম্ভে কড়া নিয়ম, যানবাহন নিষিদ্ধ, ভিভিআইপি পাস বাতিল

প্রকাশিত

মৌনী অমাবস্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর মহা কুম্ভ মেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ওই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয় এবং ৬০ জন আহত হন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভ মেলা প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

যানবাহন নিষিদ্ধ

বৃহস্পতিবার থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মেলা চত্বরকে যানবাহন-মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। ভিভিআইপি গাড়ি ও এসকর্টের অনুমতি বাতিল করা হয়েছে। শুধুমাত্র দুই চাকার যানবাহন, অ্যাম্বুলেন্স, পৌরসভা ও অগ্নিনির্বাপক বিভাগের গাড়িগুলো প্রবেশ করতে পারবে। পাশাপাশি, প্রয়াগরাজের আশপাশের জেলা থেকে চার চাকার গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

স্নানঘাটে যাওয়ার রাস্তা পরিবর্তন

সংগমে বিশাল জনসমাগমের কারণে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা হয়, যা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এবার স্নানের রুট একমুখী করা হয়েছে। এতে স্নানে যাওয়া ও ফিরে আসা ভক্তরা একে অপরের মুখোমুখি হবে না, ফলে বিশৃঙ্খলার সম্ভাবনা কমবে।

ট্রেন ও বাস পরিষেবায় বিশেষ নজরদারি

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, কুম্ভে আগত প্রচুর সংখ্যক ভক্ত ট্রেন ও বাসের মাধ্যমে তাদের গন্তব্যে ফিরছেন। তাঁদের নিরাপদে ফেরানোর দায়িত্ব প্রশাসনের বলে তিনি উল্লেখ করেন। এজন্য রেলওয়ের সঙ্গে সমন্বয় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস চালু রাখতে হবে।

নিরাপত্তার স্বার্থে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মহা কুম্ভ মেলায় আগত ভক্তদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য প্রতিটি দিক থেকেই সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।