মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীসের নাম চূড়ান্ত করা হয়েছে বলে রবিবার জানালেন বিজেপির এক প্রবীণ নেতা। পিটিআই-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “বিজেপি বিধানসভা দলের নেতা নির্বাচনের জন্য বৈঠক আগামী ২ অথবা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই দেবেন্দ্র ফডণবীসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে, বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ প্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মান্য করা হবে।
একইদিন শিন্ডে তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডের উপমুখ্যমন্ত্রী হওয়া কিংবা শিবসেনার স্বরাষ্ট্রমন্ত্রী পদের দাবি সংক্রান্ত জল্পনারও ইতি টানেন। তিনি জানান, মহারাষ্ট্রের ‘মহাজুটি’-এর শরিকরা সম্মিলিতভাবে সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন। এই জোটে বিজেপির পাশাপাশি রয়েছেন শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি।
শিন্ডে আরও বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের চূড়ান্ত নাম ঘোষণা হবে সোমবার, ২ ডিসেম্বর।
আরও খবর পড়ুন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

