Homeখবরদেশপিছিয়ে গেল এথিক্স কমিটির বৈঠক, তোপ মহুয়া মৈত্রের

পিছিয়ে গেল এথিক্স কমিটির বৈঠক, তোপ মহুয়া মৈত্রের

প্রকাশিত

কলকাতা: মঙ্গলবার নয়, আগামী বৃহস্পতিবার বসতে চলেছে সংসদের এথিক্স কমিটির বৈঠক। এ প্রসঙ্গে কমিটির ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকেও কটাক্ষ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘মোদী এবং আদানি এতটা ভীত!’’

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে এর আগে গত ২ নভেম্বর এথিক্স কমিটিতে হাজিরা দেন মহুয়া। মঙ্গলবার বৈঠকে আবারও বসার কথা ছিল এথিক্স কমিটির। সেটাই পিছিয়ে গেল আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর‌)। মহুয়া দাবি করেন, ৯ নভেম্বর (বৃহস্পতিবার) কমিটিতে থাকা এক কংগ্রেস সাংসদের মনোয়ন জমা দেওয়ার দিন। এই আবহে যাতে তাঁর পক্ষে কমিটির সদস্য সংখ্যা কম থাকে, সেই ছক কষেই পিছিয়ে দেওয়া হয়েছে কমিটির বৈঠক।

এ ব্যাপারে মহুয়া এক্স (আগের টুইটার)-এ লেখেন, ‘‘নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা ‘গ্রহণ’ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে। সে দিন কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন রয়েছে। তিনি (এথিক্স কমিটির প্যানেলে থাকা কংগ্রেস সাংসদ) থাকতে পারবেন না জেনেই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। অন্য দিকে, বিজেপি জোটসঙ্গীদের ফোন করছে, যাতে তাঁরা উপস্থিত থাকেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে খসড়া গৃহীত হয়। মধ্যপ্রদেশের রাজ্য সভাপতিকে উড়িয়ে আনতে চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছে। মোদী এবং আদানি এতটা ভীত!’’

প্রসঙ্গত, আগের বৈঠকে তাঁকে অশালীন, অনৈতিক এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গে সুর মিলিয়ে সরব হন অন্য বিরোধী সাংসদরাও। তাঁরাও অভিযোগ করেন, এথিক্স কমিটিতে ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ হয়েছে। যার পালটা আবার অভিযোগ আসে বিজেপির তরফ থেকে।

বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে মহুয়া বলেন, ‘‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন।’’ মহুয়াকে অনৈতিক এবং অপমানজনক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এথিক্স কমিটির সদস্য, বিএসপির সাংসদ দানিশ আলিও।

অন্য দিকে, এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ সোনকার বলেছেন, জিজ্ঞাসাবাদ করার সময় সহযোগিতা করেননি মহুয়া। প্রশ্নের জবাব এড়াতে বেরিয়ে যান। তাঁর কথায়, “মহুয়া মৈত্র কমিটির তদন্তে সহযোগিতা করেননি। বিরোধী সদস্যরাও রেগে গিয়ে অভিযোগ তোলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি থাকতেই হঠাৎ বৈঠক থেকে বেরিয়ে যান”। একই সঙ্গে তাঁর অভিযোগ, “প্যানেলের কাজ এবং আমার বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে।”

কমিটির আরেক সদস্য অপরাজিতা সারঙ্গী বলেছেন, “দর্শন হীরানন্দানির হলফনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রেগে যান মহুয়া মৈত্র। সেসময় উদ্ধত আচরণ করতে শুরু করেন তিনি”।

আরও পড়ুন: অল্প সময়ের জন্য যুদ্ধ থামাতে প্রস্তুত ইজরায়েল, কারণ জানালেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?