Homeখবরদেশঘুষ মামলায় মহুয়া মৈত্রের পাশে কংগ্রেস, দূরত্ব বজায় রাখছে তৃণমূল

ঘুষ মামলায় মহুয়া মৈত্রের পাশে কংগ্রেস, দূরত্ব বজায় রাখছে তৃণমূল

প্রকাশিত

দলের ভিতরে ও বাইরে ‘চাপ’ বাড়ছে মহুয়া মৈত্রের। সংসদে প্রশ্ন করার জন্য একজন শিল্পপতির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও উপহার গ্রহণের অভিযোগ ওঠার পর মহুয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তৃণমূল। অন্য দিকে, তৃণমূল সাংসদের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

মহুয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খুলেছেন মহুয়া। দুবে অভিযোগ করার আগেই অবশ্য আইনজীবী জয় অনন্ত দেহাদরি সিবিআই প্রধানকে চিঠি লিখে একই অভিযোগ করেছিলেন।

কী বলছে তৃণমূল?

বৃহস্পতিবার এই অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে যখন দুবাই-ভিত্তিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানি স্বাক্ষরিত একটি হলফনামায় অভিযোগ স্বীকার করে নেওয়া হয়। এর পরেই তৃণমূল সাফ জানিয়ে দেয়, দল এই বিষয়ে জড়াবে না। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “মহুয়ার ঘটনায় তৃণমূল কোনো মন্তব্য করবে না”। এর থেকে স্পষ্ট হয়ে গেল মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে দলকে দূরে সরিয়ে নেওয়ার পথই নিচ্ছে তৃণমূল। এ বার সেটাই স্পষ্ট করলেন কুণাল।

উল্লেখযোগ্য ভাবে, তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে তিনি গত কয়েকদিন ধরে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছেন, কিন্তু মহুয়া সম্পর্কে একবারও মন্তব্য করেননি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মহুয়ার পাশে অধীর!

এ বিষয়ে কথা বলতে গিয়ে মহুয়াকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আনন্দবাজার অনলাইন-কে তিনি বলেন, ‘‘আমি মনে করি না মহুয়া মৈত্র কোনো ভুল করেছেন। সাংসদ প্রশ্ন তুলবেনই। কিন্তু অপছন্দের প্রশ্ন হলে তাঁর মুখ বন্ধ করা হবে এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না।’’ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘‘কোনো সরকারের উচিত নয় কোনও একজন বা দু’জন শিল্পপতির পাশে দাঁড়ানো।’’

আরও পড়ুন: “প্রধানমন্ত্রী, আদানিকে আক্রমণ করতে মহুয়া মৈত্রর সংসদ অ্যাকাউন্ট ব্যবহার”, বিস্ফোরক হলফনামা ব্যবসায়ীর

সাম্প্রতিকতম

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

আরও পড়ুন

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

ভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

ভারতের বয়স্ক নাগরিকদের ওপর সম্প্রতি বিশেষ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, ৫৪%...

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের মতোই আরেকটি আত্মহত্যা, সাত বছর পর ফের চর্চায়

বেঙ্গালুরুতে এক প্রযুক্তি চাকুরিজীবীর আত্মহত্যার ঘটনায় দেশ জুড়ে আলোড়ন। এরই মধ্যে দিল্লিতেও একই ধরনের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে