Homeখবরদেশমন্ত্রিসভায় 'কোর টিম' রাখলেন মোদী, আঞ্চলিক ভারসাম্য বজায়ের চেষ্টা, প্রথমবার নেই একজনও...

মন্ত্রিসভায় ‘কোর টিম’ রাখলেন মোদী, আঞ্চলিক ভারসাম্য বজায়ের চেষ্টা, প্রথমবার নেই একজনও মুসলিম

প্রকাশিত

ঐতিহাসিক তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রক পুরনো মন্ত্রীদের হাতেই রইল। অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক, রাজনাথ সিং প্রতিরক্ষা, এস জয়শঙ্কর বিদেশ এবং নির্মলা সীতারামনের হাতে থাকল অর্থ মন্ত্রক। প্রধানমন্ত্রী নিজের হাতে রাখলেন জনসেবা এবং পেনশন মন্ত্রক, পারমাণবিক শক্তি বিভাগ এবং মহাকাশ বিভাগ।

অন্যান্য মন্ত্রীরাও তাদের আগের দায়িত্বে বহাল রইলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন নিতিন গড়করি, যিনি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দায়িত্বেই রইলেন। তাঁর অধীনে দুই জুনিয়র মন্ত্রী হলেন – অজয় টমটা এবং হর্ষ মালহোত্রা।

পীযূষ গয়ালের হাতে রইল বাণিজ্য মন্ত্রক। মোদীর প্রথম মন্ত্রীসভায় স্বাস্থ্যমন্ত্রী থাকা জেপি নাড্ডা আবারও একই দায়িত্বে ফিরেছেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে রাসায়নিক এবং সার মন্ত্রকও সামলাবেন।

আশ্বিনী বৈষ্ণব তথ্য ও সম্প্রচার এবং রেল মন্ত্রক দেখবেন। সিভিল এভিয়েশন মন্ত্রক এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছ থেকে টিডিপির রাম মোহন নাইডুর হাতে গেল, যিনি মন্ত্রীসভায় সবচেয়ে কম বয়সী মন্ত্রী। সিন্ধিয়া টেলিকম মন্ত্রণালয় দেখবেন।

দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, মনোহর লাল খাট্টার এবং শিবরাজ সিং চৌহান কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। খাট্টার বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দেখবেন, যেখানে তার সহকারী হিসাবে জুনিয়র মন্ত্রী শ্রিপাদ নাইক এবং টোখান সাহু থাকবেন। শিবরাজ সিং চৌহান কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক পরিচালনা করবেন।

প্রাক্তন ভূবিজ্ঞান এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেন রিজিজু সংসদীয় বিষয়ক মন্ত্রক দেখবেন, যা আগে প্রহ্লাদ জোশির হাতে ছিল। জোশি খাদ্য, ভোক্তা বিষয়ক এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।

সিআর পাতিল জল শক্তি মন্ত্রক এবং ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রক দেখবেন। গিরিরাজ সিং টেক্সটাইল মন্ত্রণালয়ে এবং অন্নপূর্ণা দেবী নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। মনসুখ মাণ্ডভিয়া শ্রম ও কর্মসংস্থান এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক পরিচালনা করবেন।

সহযোগী দলের মধ্যে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হ্যাম (হিন্দুস্তানি আওয়াম মোর্চা) প্রধান জিতন রাম মাঞ্জি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন এবং শোভা কারান্ডলাজে তাঁর সহকারী হবেন।

দক্ষিণ ভারতের জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক পরিচালনা করবেন।

বিহারের গুরুত্বপূর্ণ সহযোগী এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের দায়িত্বে থাকবেন।

মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে ডাঃ জিতেন্দ্র সিং বহু মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান, ব্যক্তিগত, জনসেবা এবং পেনশন, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন।

অর্জুন রাম মেঘওয়াল আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বে এবং সংসদীয় বিষয়ক জুনিয়র মন্ত্রী হিসেবে থাকবেন।

আরও পড়ুন। ঐতিহাসিক উচ্চতায় শেয়ার বাজার! প্রথম বার সেনসেক্স ৭৭ হাজার পার, নিফটি ২৩৪০০-র উপরে

মন্ত্রক বদলাল না শান্তনুর

আগের মতো এবার জাহাজ প্রতিমন্ত্রী রইলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তবে প্রথমবার কেন্দ্রে মন্ত্রী হয়ে জোড়া দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর শিক্ষা এবং উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

একজনও মুসলিম মন্ত্রী নেই

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুুযায়ী, মোদী সরকারের তৃতীয় মেয়াদে মন্ত্রিসভায় একটিও মুসলিম মুখ স্থান পায়নি। স্বাধীনতার পর এটাই প্রথম কেন্দ্রীয় সরকার, যেখানে মন্ত্রিসভায় কোনও মুসলিম প্রতিনিধি নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে মুসলিম প্রতিনিধিত্বের ধারা তিন থেকে শুরু হয়ে এখন শূন্যের কোঠায় আটকে গেছে।

মোদি মন্ত্রিসভায় দলিত ও আদিবাসী প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নতুন মন্ত্রিসভায় ২১ জন উচ্চবর্ণ, ২৭ জন ওবিসি, ১০ জন এসসি, ৫ জন এসটি এবং ৫ জন সংখ্যালঘু মন্ত্রী স্থান পেয়েছেন ।

মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ওবিসি নেতাদের মধ্যে রয়েছেন সিআর পাতিল, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, বিএল ভার্মা, রক্ষা খাডসে, প্রতাপ রাও যাদব, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাও ইন্দ্রজিৎ সিং, কৃষ্ণপাল গুর্জার, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী, অন্নপুরা, শোভনপুর। করন্দলাজে, এইচডি কুমারস্বামী, নিত্যানন্দ রাই।

মন্ত্রিসভায় দলিত নেতাদের মধ্যে রয়েছেন, এসপি বাঘেল, কমলেশ পাসোয়ান, অজয় ​​টামতা, রামদাস আঠাওয়ালে, বীরেন্দ্র কুমার, সাবিত্রী ঠাকুর, অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঞ্জি, রামনাথ ঠাকুরকে।

মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত আদিবাসী নেতাদের মধ্যে রয়েছেন জুয়াল ওরাম, শ্রীপাদ ইয়েসো নায়েক ও সর্বানন্দ সোনোয়াল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।