Homeখবরদেশ১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

প্রকাশিত

আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। ওই দিনেই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তবে ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইন্ডিয়া জোটের বৈঠক ১ জুন। আমি তাদের জানিয়েছি যে আমি যোগ দিতে পারব না, কারণ ওই দিন পশ্চিমবঙ্গে ১০টি আসনে নির্বাচন রয়েছে। পাঞ্জাব, বিহার এবং উত্তরপ্রদেশেও ১ জুন নির্বাচন রয়েছে। একদিকে সাইক্লোন, অন্যদিকে নির্বাচন—আমাকে সবকিছু সামলাতে হবে। সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজ আমার প্রথম অগ্রাধিকার।”

তবে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি যাবেন কি না, সে ব্যাপারে মমতা কিছু স্পষ্ট করেননি। ওই দিন মমতার নিজস্ব ভোটও রয়েছে, কারণ তিনি দক্ষিণ কলকাতার ভোটার। ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী, এবং ওই দিন তাঁরও ভোট রয়েছে।

আরও পড়ুন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ‘অবিলম্বে আর্থিক সাহায্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ সরকারের গঠনের জন্য তিনি বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত। সোমবারের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বলেন, “তৃণমূল ছাড়া ‘ইন্ডিয়া’র সরকার হবে না। এখানে কংগ্রেস এবং সিপিএম চাইছে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে।”

তৃতীয় দফা ভোটের পর মমতা বলেন, “তিন দফা ভোট হয়েছে, তাতেই কুপোকাত। আমরা সবাই মিলে ইন্ডিয়া জোটের সরকার গড়ব। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিকে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদি আর আসবে না।”

এই পরিস্থিতিতে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। 

এই পরিস্থিতিতে মমতার সিদ্ধান্ত এবং বক্তব্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শেষ দফা ভোটের আগে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।