Homeখবরদেশ'ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর', নির্বাচনী প্রচারে দাবি মমতার

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

প্রকাশিত

আগরতলা: সোমবার আগরতলা পৌঁছে গেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে প্রচার সারতে ত্রিপুরা সফর তাঁর। এদিন আগরতলায় পা রেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা আমার ঘরের মতো। পশ্চিমবঙ্গ আমার প্রথম ঘর হলে ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের মন জিতে নিতেই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা আমার নিজেরই ঘর। এখানে এলে আমার মনে হয় আমি নিজের ঘরেই এসেছি। আমি নিজের ভাষাতে কথা বলতে পারি। এখানকার মানুষের খাওয়া দাওয়া, বেশভূষা, চলন বলন সবটাই আমাদের মতই। তৃণমূল সর্বদা ত্রিপুরাবাসীর পাশে আছে। আজ আমি তোমাদের সবাইকে এ কথাটাই বলতে এসেছি’।

সোমবার ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেন মমতা। এদিন পূজো দেওয়ার আগে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘ত্রিপুরাবাসীকে একটা কথা বলতে চাই। যে সময় বিজেপি অত্যাচার চালাচ্ছিল সাধারণ মানুষের ওপর, সাংবাদিকদের ওপর, আমাদের কর্মীর ওপর। তখন তৃণমূল পাশে থেকে কাজ করেছে’। পুরনো স্মৃতি মনে করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস যখন প্রথমবার ত্রিপুরায় আসে তখন আমি ত্রিপুরায় ঘরের মেয়ের মত কাজ করেছি। বাংলার মতই এই জায়গাটাও আমার একদম নিজের। তবে সে সময় আমি যাদের সাথে কাজ করেছি আজ হয়তো তারা হারিয়ে গেছে’।

উল্লেখ্য, সোমবার আগরতলায় পৌঁছান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় , রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব-সহ ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।