Homeখবরদেশ'কালাজাদু'র অভিযোগে প্রৌঢ়কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, ভয়াবহ ঘটনা ওড়িশায়

‘কালাজাদু’র অভিযোগে প্রৌঢ়কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, ভয়াবহ ঘটনা ওড়িশায়

প্রকাশিত

ওড়িশার নুয়াপাড়া জেলায় এক ভয়ংকর ঘটনা। কালাজাদুর অভিযোগে ৫০ বছরের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ওই ব্যক্তির নাম খাম সিং মাজি। শুক্রবার সন্ধ্যায় পোর্টিপাড়া গ্রামের বাসিন্দারা তাঁকে গ্রামের এক বৈঠকে হাজির হতে বলেন। আর তার পরেই ঘটে এই ঘটনা।

ঘটনায় প্রকাশ, বৈঠকে স্থানীয় গ্রামবাসীরা খাম সিংয়ের বিরুদ্ধে কালাজাদু করার অভিযোগ আনেন। গ্রামবাসীদের কথিত খাপ পঞ্চায়েতে খাম সিংকে শাস্তি হিসেবে খড়ের দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লেগে গেলে তিনি চিৎকার করতে করতে আশেপাশের বাড়িগুলোর দিকে ছুটে যান, কিন্তু কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেনি। অবশেষে তিনি একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেন।

খাম সিংয়ের পরিবার তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিনাপল্লি সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খাম সিংয়ের ছেলে হেমলালের অভিযোগ, গ্রামবাসীরা তাঁর বাবাকে কালোজাদু করার জন্য হুমকি দিয়েছিল এবং যখন তিনি অভিযোগ অস্বীকার করেন, তখন তারা তাঁকে মারধর করে এবং আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, “গ্রামবাসীরা আমার বাবাকে কালাজাদুর জন্য হুমকি দিয়েছিল। তিনি অভিযোগ অস্বীকার করলে প্রথমে তাঁকে মারধর করা হয় এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।”

খরিয়ার এসডিপিও অরূপ বেহেরা সংবাদ মাধ্যমের কাছে জানান, ঘটনাটি নিয়ে সিনাপল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচ্ছে, তবে পুলিশ পৌঁছানোর আগেই বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে গেছে। তিনি আরও বলেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।