Homeখবরদেশলোনাভালার পর ফের দুর্ঘটনা, পুণের জলপ্রপাতে ঝাঁপ দিয়ে স্রোতে ভেসে গেলেন পর্যটক

লোনাভালার পর ফের দুর্ঘটনা, পুণের জলপ্রপাতে ঝাঁপ দিয়ে স্রোতে ভেসে গেলেন পর্যটক

প্রকাশিত

মহারাষ্ট্রের লোনাভালায় পাঁচ সদস্যের একটি পরিবার জলপ্রপাতের প্রবল স্রোতে ভেসে যাওয়ার পরদিনই পুনেতে ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। পুণের তামহিনী ঘাটে জলপ্রপাতের গতি প্রবল স্রোতে এক ব্যক্তি ভেসে গেলেন। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র খবর, ওই ব্যক্তি একজন ট্রেকিং দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ২০ জনের একটি দল নিয়ে এসেছিলেন। যার মধ্যে তার বন্ধু এবং পরিবারের সদস্যরাও ছিল। তামহিনী ঘাটে একটি জনপ্রিয় পিকনিকস্থলে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি ওই জলপ্রপাতে ঝাঁপ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিশ্চিত যে সাঁতরে ফিরে আসতে পারবেন। কিন্তু, প্রবল স্রোতে তিনি ভেসে যান।

ওই ব্যক্তির ১০ বছরের মেয়ে তার বাবার এই দুঃসাহসিক কর্মকাণ্ড ভিডিও করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি জলপ্রপাতে ডুব দেন এবং সাঁতরে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু স্রোতের কারণে তিনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন কিছু একটা ধরে থাকার। জলপ্রপাতের কিনারায় তিনি  একটি পাথর ধরতে সক্ষম হলেও, প্রবল স্রোতে ভেসে যান।

এর আগের দিন, লোনাভালার একটি জলপ্রপাতে এক পরিবারের সাত সদস্য ভেসে যাওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়। পরিবারের সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একে অপরকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু প্রবল স্রোতে ভেসে যান। তাঁদের মধ্যে দুইজন সাঁতরে ফিরে আসতে সক্ষম হলেও, উদ্ধারকারী দল এখনও এক শিশুর দেহের খোঁজ মিলছে না।

এই ঘটনার পর আবারও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...