Homeখবরদেশফ্লাইওভার থেকে উড়ে এল রাশি রাশি নোট, কী কারণে ছোড়া হয়েছিল এই...

ফ্লাইওভার থেকে উড়ে এল রাশি রাশি নোট, কী কারণে ছোড়া হয়েছিল এই টাকা

প্রকাশিত

মঙ্গলবার বেঙ্গালুরুর কেআর মার্কেটের একটি ফ্লাইওভার থেকে নোট বৃষ্টি করেছিলেন ৩০ বছর বয়সি এক যুবক। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

কাজের দিনে তখন ব্যস্ততা তুঙ্গে। বাজারে থিকথিকে ভিড়। গাড়ির চাপে বেঙ্গালুরুর রাস্তায় মাঝেমধ্যেই থমকে যাচ্ছে ট্রাফিক। এমন সময় আচমকা আকাশে টাকা উড়তে দেখলেন কয়েকজন। কেআর মার্কেটের কাছে ফ্লাইওভারের উপর থেকে টাকা উড়তে উড়তে এসে পড়ল রাস্তায়। অমনি শুরু হয়ে গেল হুড়োহুড়ি। টাকা লুফে নিতে চলল ধাক্কাধাক্কি। ব্যাপক যানজট।

ঘটনায় প্রকাশ, একটি স্কুটারে চড়ে ফ্লাইওভারে পৌঁছেছিলেন অরুণ। তাঁর পরনে ছিল কোট এবং প্যান্ট। গলায় ঝুলছিল একটি দেঁয়াল ঘড়ি। উপর থেকে নীচের রাস্তায় নোটগুলি ছুড়তে শুরু করতেই ভিড় জমে গিয়েছিল।

ওই দৃশ্য দেখে গাড়ি ও বাইক থামিয়ে অনেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও করেন। তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এদিকে, শহরের রাস্তায় টাকা ওড়ার খবর পেয়ে যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়, ততক্ষণে বেপাত্তা সেই ব্যক্তি। পরে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

বেঙ্গালুরু পশ্চিমের ডিসিপি লক্ষ্মণ নিম্বার্গী বলেন, “তদন্তের সময়, আমরা দেখতে পেয়েছি যে তিনি প্রচারের জন্য এটি করেছিলেন। তিনি পেশাগত ভাবে একজন অ্যাঙ্কর এবং একজন ইভেন্ট ম্যানেজার। নিজের বন্ধু সতীশকে নিয়ে আজ (মঙ্গলবার) সকালে ফ্লাইওভারে এসে টাকা ছুড়তে শুরু করে। নিজের লক্ষ্য পূরণের জন্যই এই জনবহুল জায়গাটি বেছে নেন। ভিডিও ক্লিপগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও শেয়ার করা হয়েছিল”।

পরে অরুণ জোরের সঙ্গে জানান, তাঁর এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে কারণ রয়েছে। যেগুলি তিনি পরে বিস্তারিত জানাবেন। তিনি বলেন, “ট্রাফিক জ্যামের জন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য সঠিক। আমাকে কিছুটা সময় দিন… আমি ব্যাখ্যা করব কেন আমি এটা করেছি”। জানা গিয়েছে, তিন-চারটে ১০ টাকার বান্ডিল থেকে নোট ছুড়েছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: সরস্বতী পুজোর প্রস্তুতি জোরকদমে, প্রতিমা-আলপনায় সাজ সাজ রব

সাম্প্রতিকতম

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।