প্রকাশিত হল তৃণমূলের ইস্তেহার, একাধিক পরিকল্পনা ঘাসফুলের

আগরতলা : চলতি মাসেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। সিপিএমের পর এবার ইস্তেহার প্রকাশ করল ঘাসফুল শিবির। আগরতলায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার, প্রকাশ করেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।

ইস্তেহার উল্লেখ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কথা। বিধানসভা নির্বাচনে ভোটে জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে দু’লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে ঘোষণা তৃণমূলের। বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা। বছরে ১০০০০ টাকা কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সোমবার ত্রিপুরায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে প্রকাশিত হয়ে গেল ইস্তেহার। ১১ দিন আগে ইস্তেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিল ঘাসফুল শিবির। কারণ এখানে বছরে ২০০০ ছোট–মাঝারি শিল্প গড়ে তোলার কথা বলা হয়েছে। ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরি হারিয়েছে বিজেপি জমানায়। তাঁদেরও মাসিক আর্থিক সাহায্য করার কথা বলা হয়েছে। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তফশিলী জাতি–উপজাতিদের স্কলারশিপ এবং সবুজ সাথী প্রকল্প এখানে চালু করার কথা উল্লেখ করা হয়েছে। যা এককথায় বেশ আকর্ষণীয়।

এদিকে ৬ জন তফসিলি উপজাতি, দু’‌জন তফসিলি জাতি, দু’‌জন মহিলা প্রার্থীর নাম এবারের প্রার্থী তালিকায় আছে। পেচারথাল এবং কমলাসাগর আসন থেকে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করবেন পূর্ণিতা চাকমা এবং সুতপা ঘোষ বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন