Homeখবরদেশপ্রকাশিত হল তৃণমূলের ইস্তেহার, একাধিক পরিকল্পনা ঘাসফুলের

প্রকাশিত হল তৃণমূলের ইস্তেহার, একাধিক পরিকল্পনা ঘাসফুলের

প্রকাশিত

আগরতলা : চলতি মাসেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। সিপিএমের পর এবার ইস্তেহার প্রকাশ করল ঘাসফুল শিবির। আগরতলায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার, প্রকাশ করেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।

ইস্তেহার উল্লেখ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কথা। বিধানসভা নির্বাচনে ভোটে জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে দু’লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে ঘোষণা তৃণমূলের। বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা। বছরে ১০০০০ টাকা কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সোমবার ত্রিপুরায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে প্রকাশিত হয়ে গেল ইস্তেহার। ১১ দিন আগে ইস্তেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিল ঘাসফুল শিবির। কারণ এখানে বছরে ২০০০ ছোট–মাঝারি শিল্প গড়ে তোলার কথা বলা হয়েছে। ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরি হারিয়েছে বিজেপি জমানায়। তাঁদেরও মাসিক আর্থিক সাহায্য করার কথা বলা হয়েছে। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তফশিলী জাতি–উপজাতিদের স্কলারশিপ এবং সবুজ সাথী প্রকল্প এখানে চালু করার কথা উল্লেখ করা হয়েছে। যা এককথায় বেশ আকর্ষণীয়।

এদিকে ৬ জন তফসিলি উপজাতি, দু’‌জন তফসিলি জাতি, দু’‌জন মহিলা প্রার্থীর নাম এবারের প্রার্থী তালিকায় আছে। পেচারথাল এবং কমলাসাগর আসন থেকে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করবেন পূর্ণিতা চাকমা এবং সুতপা ঘোষ বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে