Homeখবরদেশমণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

মণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুর হিংসা মামলায় সুপ্রিম কোর্ট হলফনামা পেশ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার মাধ্যমে পেশ করা হলফনামায় এই মামলার বিচার রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন জানিয়েছে কেন্দ্র।

সূত্রের মতে, স্বয়ং স্বরাষ্ট্রসচিব এই হলফনামা পেশ করায় একটি বিষয় স্পষ্ট করা হল যে, মামলাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করছে কেন্দ্র। জানা গিয়েছে, গণধর্ষণ মামলা-সহ মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসার ঘটনা সংক্রান্ত মামলা ছ’মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ চাওয়া হয়েছে হলফনামায়।

উল্লেখযোগ্য ভাবে, গত বুধবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল মণিপুর সরকার। পর দিন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগকেও সুপারিশ করা হয়।

জানা গিয়েছে, ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত ছ’টি এফআইআর নথিভুক্ত করে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে সিবিআই। মামলায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভাইরাল ভিডিয়োর ঘটনায় সপ্তম এফআইআর নথিভুক্ত করতে প্রস্তুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।

মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। সূত্রের খবর, কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে কেন্দ্র। প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে ছয় দফা আলোচনা হয়েছে। মেইতেই এবং কুকি উভয় গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কেন্দ্রের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কুকি এবং মেইতেইদের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হয়েছে।

কেন্দ্রের দাবি, মণিপুরে অতিরিক্ত ৩৫ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ১৮ জুলাইয়ের পর থেকে আর তেমন কোনো বড়োসড়ো হিংসার ঘটনা ঘটেনি। মণিপুরের উপর তীক্ষ্ণ নজর রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মণিপুর সম্পর্কে তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব নেই। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল সংখ্যক সরকারি কর্মচারী কাজে ফিরছেন এবং স্কুলগুলিও আবার চালু হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।