Homeখবরদেশসিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটকের মৃত্যু, আটকে অনেকেই

সিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটকের মৃত্যু, আটকে অনেকেই

প্রকাশিত

গ্যাংটক: সিকিমে ভয়াবহ তুষার ধস! নাথু লা-য় মঙ্গলবার সকাল ১১টার কিছু পরে আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। সেনা সূত্রে খবর, সে সময় ৫-৬টি গাড়ি বিপর্যয়ের কবলে পড়ে। আটকে পড়েন বহু পর্যটক। কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়ে্ছে।

সূত্রের খবর, তুষারধস নামা শুরু হয় ১৭ মাইল এলাকায়। সেই সময় গ্যাংটক থেকে নাথুলা পাসের দিকে যাচ্ছিলেন পর্যটকরা। ২০ থেকে ৩০ জন পর্যটক তুষারধসের নীচে চাপা পড়েন। তাতেই মৃত্যু হয় সাত জনের। তবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে সেনার বিবৃতিতে।

মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং একটি শিশু। বাকি বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকশো পর্যটক পথের দুই প্রান্তে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনা। পাশাপাশি সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এক আধিকারিক জানান, উদ্ধার অভিযান জারি আছে। যাঁরা জখম হয়েছেন, তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিন সীমান্তে অবস্থিত নাথু লা পাসের সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। যে কারণে প্রতি বছর বহু পর্যটক এই স্থানে ঘুরতে আসেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।