Homeখবরদেশসিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটকের মৃত্যু, আটকে অনেকেই

সিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটকের মৃত্যু, আটকে অনেকেই

প্রকাশিত

গ্যাংটক: সিকিমে ভয়াবহ তুষার ধস! নাথু লা-য় মঙ্গলবার সকাল ১১টার কিছু পরে আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। সেনা সূত্রে খবর, সে সময় ৫-৬টি গাড়ি বিপর্যয়ের কবলে পড়ে। আটকে পড়েন বহু পর্যটক। কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়ে্ছে।

সূত্রের খবর, তুষারধস নামা শুরু হয় ১৭ মাইল এলাকায়। সেই সময় গ্যাংটক থেকে নাথুলা পাসের দিকে যাচ্ছিলেন পর্যটকরা। ২০ থেকে ৩০ জন পর্যটক তুষারধসের নীচে চাপা পড়েন। তাতেই মৃত্যু হয় সাত জনের। তবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে সেনার বিবৃতিতে।

মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং একটি শিশু। বাকি বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকশো পর্যটক পথের দুই প্রান্তে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনা। পাশাপাশি সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এক আধিকারিক জানান, উদ্ধার অভিযান জারি আছে। যাঁরা জখম হয়েছেন, তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিন সীমান্তে অবস্থিত নাথু লা পাসের সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। যে কারণে প্রতি বছর বহু পর্যটক এই স্থানে ঘুরতে আসেন।

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করল কেন্দ্র

কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৪৮টি পর্যটন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে