Homeখবরদেশপিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোক্সী বেলজিয়ামে গ্রেফতার, ভারতের অনুরোধে শুরু...

পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোক্সী বেলজিয়ামে গ্রেফতার, ভারতের অনুরোধে শুরু হল প্রত্যার্পণের প্রক্রিয়া

প্রকাশিত

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক হীরার ব্যবসায়ী মেহুল চোক্সী-কে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। ভারতের অনুরোধে তাঁর প্রত্যার্পণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। শনিবার তাঁকে গ্রেফতার করা হয় বলে সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলি।

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে স্ত্রী প্রীতি চোক্সী-র সঙ্গে বসবাস করছিলেন মেহুল। জানা গিয়েছে, বেলজিয়ামে থাকার জন্য তিনি ‘F রেসিডেন্সি কার্ড’ পান ২০২৩ সালের ১৫ নভেম্বর। কিন্তু সেখানে ভুয়ো তথ্য, জাল নথি এবং ভ্রান্ত ঘোষণার মাধ্যমে তিনি রেসিডেন্সি কার্ড পান বলে অভিযোগ। এর আগেও অ্যাসোসিয়েটেড টাইমস, ক্যারিবিয়ান অঞ্চলের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল যে, ভারত বেলজিয়াম সরকারের কাছে তাঁর প্রত্যার্পণ চেয়েছে।

কে মেহুল চোক্সী?

মেহুল চোক্সী, ভারতের অন্যতম বড় গয়না সংস্থা গীতাঞ্জলি জেমস-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৩,৫০০ কোটি টাকার পিএনবি ঋণ জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) তাঁর বিরুদ্ধে একাধিক চার্জশিট দায়ের করেছে। ২০১৮ সালে তিনি প্রথম পলাতক হন এবং আশ্রয় নেন অ্যান্টিগুয়া ও বারবুডা-তে। পরে তিনি সেখান থেকে বেলজিয়ামে স্থানান্তরিত হন। তাঁর স্ত্রী প্রীতি চোক্সী বেলজিয়ামের নাগরিক।

চোক্সীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস থাকলেও, সেটি কিছুদিন আগে বাতিল হয়। এরপরই ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তাঁর প্রত্যার্পণের উদ্যোগ নেয়। গ্রেফতারির পর এখন ভারতের তরফে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে।

ভারতে ফিরলে মেহুল চোক্সীর বিরুদ্ধে শুরু হতে পারে আবার জিজ্ঞাসাবাদ ও বিচার প্রক্রিয়া—পিএনবি কেলেঙ্কারির মতো বড় আর্থিক অপরাধের বিচারে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...