Homeখবরদেশভারতে থাকতে পারবেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, পাসপোর্ট ছাড়াই মিলবে অনুমতি: কেন্দ্র

ভারতে থাকতে পারবেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, পাসপোর্ট ছাড়াই মিলবে অনুমতি: কেন্দ্র

অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ কার্যকর হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশে জানানো হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে আসা সংখ্যালঘুরা পাসপোর্ট ছাড়াই দেশে থাকতে পারবেন।

প্রকাশিত

ভারতে আশ্রয় নেওয়া প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কেন্দ্রের তরফে বড় সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুরা— হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ—যাঁরা ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে এসেছেন, তাঁরা পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে পারবেন।

তবে এই নিয়মে নাগরিকত্ব দেওয়া হবে না। মন্ত্রকের স্পষ্ট বার্তা, এটি কেবলমাত্র দেশে থাকার অনুমতি। উল্লেখ্য, গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আসা সংখ্যালঘুরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিলেন। ফলে ২০১৪-র পরে ভারতে আসা বহু মানুষ উদ্বেগে ছিলেন। এবার নতুন অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের এই সিদ্ধান্ত তাঁদের অনেকটাই স্বস্তি দিল।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— “আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে বা তার আশঙ্কায় আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাঁরা ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে প্রবেশ করেছেন এবং যাঁদের বৈধ নথি নেই বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরা এই নিয়মের আওতায় পড়বেন।”

এছাড়া, নেপাল ও ভুটানের নাগরিকদের জন্যও পুরনো নিয়ম বহাল থাকবে। অর্থাৎ, এই দুই দেশের নাগরিকরা স্থলপথ বা আকাশপথে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট বা ভিসার প্রয়োজন পড়বে না। একই নিয়ম প্রযোজ্য ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও, যদি তাঁরা নেপাল বা ভুটান সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। তবে চীন, পাকিস্তান, ম্যাকাও বা হংকং থেকে প্রবেশ করলে এই ছাড় মিলবে না।

এছাড়া, নৌসেনা, বিমানবাহিনী বা স্থলসেনার সদস্যরা দায়িত্ব পালনকালে সরকারি পরিবহনে এলে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও পাসপোর্ট বা ভিসা আবশ্যক হবে না।

এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই বিশেষ করে পাকিস্তান থেকে আসা হিন্দুরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। নাগরিকত্ব নয়, অন্তত দেশে থাকার বৈধতা নিশ্চিত হল বলে মত তাঁদের।

আরও পড়ুন: আমেরিকার ট্যারিফ জুলুম: বিকল্প খুঁজতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলের ওষুধ বাজারে নজর ভারতের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...