আগরতলা : চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। একদিকে যখন ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস ঠিক তখনই জমি আঁকড়ে ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে জমজমাট লড়াই চলছে রাজনৈতিক ময়দানে। কেউ কাউকে ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি। শেষ দফার প্রচার সারতে ত্রিপুরায় পা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তার আগেই গতকাল অর্থাৎ শুক্রবার সে রাজ্যে প্রচার সারলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
ত্রিপুরায় বিজয় সংকল্প জনসংখ্যার কর্মসূচি পালন করতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে। প্রচার ময়দানে নামলেন এক ঝাঁক নেতা। অংশগ্রহণ করেছিলেন বঙ্গ বিজেপির এই তিন নেতা সহ আরও অনেকেই।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সক্ষম করে বিজেপি। সভায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, ত্রিপুরার ভোট প্রচারে বাংলা থেকেও একটি দল পাঠাচ্ছে তৃণমূল। এই দলে রয়েছেন দেব, মিমি, নুসরত, সায়ন্তিকা, রাজ, জুন মালিয়া-সহ একাধিক তারকা নেতা-নেত্রী। এ ছাড়া শাকদলের হেভিওয়েট নেতারাও সেখানে প্রচারে যাবেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।