Homeখবরদেশদেশের প্রথম ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ মিজোরাম, কেন্দ্রের পোস্টারে বিতর্ক

দেশের প্রথম ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ মিজোরাম, কেন্দ্রের পোস্টারে বিতর্ক

প্রকাশিত

ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখল উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মিজোরাম। দেশের মধ্যে প্রথমবার ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ হিসেবে স্বীকৃতি পেল এই রাজ্য। মঙ্গলবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী লালডুহোমা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ভানলালথলানাও।

মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটি মিজোরামের ইতিহাসে একটি মাইলফলক। এটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

এই স্বীকৃতি মিলেছে কেন্দ্রীয় সরকারের ‘আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি’ (ULAS – উল্লাস) প্রকল্পের আওতায়। প্রকল্প অনুসারে, কোনও রাজ্যের সাক্ষরতার হার যদি ৯৫ শতাংশ বা তার বেশি হয়, তবেই মিলবে ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ হিসেবে স্বীকৃতি। মিজোরামের সাক্ষরতার হার বর্তমানে ৯৮.২ শতাংশ।

এর ফলে, ২০১১ সালের জনগণনায় সর্বোচ্চ সাক্ষরতার রেকর্ডধারী কেরলকে (৯৪ শতাংশ) পিছনে ফেলে মিজোরাম দেশের প্রথম পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে উঠে এল।

তবে এই আনন্দঘন মুহূর্তে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। কারণ, শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত প্রশংসাপত্রমূলক পোস্টারে লেখা হয়েছে ‘State of Bharat’— যা সাধারণত প্রচলিত নয়। সাধারণত এমন সরকারিভাবে তৈরি ইংরেজি নথিতে লেখা থাকে ‘State of India’। এই শব্দচয়ন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে এই বিতর্কের মধ্যেও মিজোরামের শিক্ষা মডেলকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। প্রান্তিকতা সত্ত্বেও কিভাবে ধারাবাহিকভাবে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে এই রাজ্য, তা দেশের অন্য রাজ্যগুলির কাছেও এক অনুপ্রেরণা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।