Homeখবরদেশমণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

মণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

প্রকাশিত

মণিপুর সরকারের পক্ষ থেকে বুধবার আবারও একটি নির্দেশিকা জারি করা হল। যেখানে জানানো হয় যে, রাজ্যের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর থেকে রাজ্য সরকার অশান্তি রোধে দু’দিন মোবাইল ইন্টারনেট সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। যাতে অশান্তি ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার মতো কোনো ধরনের কন্টেন্ট ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে, সোমবারও এই সাসপেনশন আরও দু’দিন বাড়ানো হয়েছিল। বুধবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, কাকচিং, বিশনপুর, থৌবল, চুরাচান্দপুর এবং কাংপোকপির মতো মণিপুরের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও তিন দিন স্থগিত থাকবে।

১৬ নভেম্বর থেকে রাজ্য প্রশাসন মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দুটোই স্থগিত করেছিল। তবে, মঙ্গলবার সাধারণ মানুষকে কিছুটা সুবিধা দিতে ব্রডব্যান্ড সেবা আবার চালু করা হয়, যাতে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিসগুলোর কাজকর্ম চালু থাকে।

অন্যদিকে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং কাকচিং জেলার বাজারগুলোতে কিছুটা সময়ের জন্য কারফিউ শিথিল করা হলে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা গেছে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে মানুষ বাজারে বেরিয়ে আসতে শুরু করে এবং পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায়। তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই ছিল।

এই অশান্তির শুরু হয় জিরিবাম জেলার ছয় নাগরিকের খুন হওয়ার পর। যাঁদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র নিন্দার বয়ে যায়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, নাগা মহিলা ইউনিয়ন এই হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করে এবং একে “নির্দয় হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সশস্ত্র দলগুলোকে নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “বিপর্যস্ত মানুষের উপর আক্রমণ করা চরম অপরাধ ছাড়া আর কিছু নয় এবং এটা এক ধরনের কাপুরুষতার পরিচয়।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...