Homeখবরদেশচিনের চাল হবে কুপোকাত, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের

চিনের চাল হবে কুপোকাত, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের

প্রকাশিত

চিনের পাল্টা পদক্ষেপ! তিব্বতের ৩০টি স্থানের নাম পরিবর্তনের প্রস্তুতি ভারতের।

নয়াদিল্লি: কেন্দ্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই সীমান্ত সমস্যা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিব্বতের ব্যাপারেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিব্বত নিয়ে কড়া অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত চিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু তাই নয়, ভারত সরকারের এই পদক্ষেপকে চিনা কৌশলের পাল্টা জবাব হিসাবেও দেখা হচ্ছে। আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার তিব্বতের ৩০টি স্থানের নাম পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। এটিকে অরুণাচলপ্রদেশের স্থানগুলির নাম পরিবর্তন করার চিনা পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে বিবেচনা করা হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন এনডিএ সরকার তিব্বতের এই জায়গাগুলির নাম পরিবর্তনেরও অনুমোদন দিয়েছে। নামগুলি বেছে নেওয়ার জন্য সুগভীর গবেষণাও করা হয়েছে। শুধু তাই নয়, এই নামগুলির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং সেগুলি তিব্বত অঞ্চলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই এই নামগুলি ঘোষণা করবে এবং এগুলিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মানচিত্রে অন্তর্ভুক্ত করা হবে।

জানা যাচ্ছে, যে জায়গাগুলির নাম ভারত সরকার অনুমোদন করেছে তার মধ্যে রয়েছে আবাসিক এলাকা, পাহাড়, নদী, হ্রদ এবং পর্বত গিরিপথ। কূটনীতিক প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার বেনু ঘোষকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী নিজের শক্তিশালী ইমেজের ভিত্তিতে এই নির্বাচনে জিততে চেয়েছিলেন। তাই নিজের ভাবমূর্তি ধরে রাখতে তিব্বতের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের অনুমোদনও স্বাভাবিক বলে মনে করেন তিনি। তাঁর কথায়, এই সিদ্ধান্ত তিব্বত নিয়ে আবারও প্রশ্ন তোলার মতো জায়গা করে দিল।

প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এই বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে ২০ বারেরও বেশি সামরিক পর্যায়ের আলোচনা হয়েছে। তবে বিতর্ক এখনও পুরোপুরি শেষ হয়নি। এমন পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপের জেরে দু’দেশের সম্পর্কে আরও টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে।

বলে রাখা ভালো, এর আগে অরুণাচলপ্রদেশের অনেক জায়গার নাম বদলেছে চিন। অরুণাচলপ্রদেশের কিছু অংশ নিজেদের বলে দাবি করে থাকে চিন। যেখানে বহুবার কড়া ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বলা হয়েছে, অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে চিনের নাম পরিবর্তনের বিষয়ে ভারত যে পাল্টা পদক্ষেপ নেবে, সেটা না হলেই অবাক হওয়ার কথা!

আরও পড়ুন: নিতে চায়নি মা, হস্তিশাবক পরিবার পেল তামিলনাড়ুর শিবিরে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।