ত্রিপুরা : বেজে গিয়েছে ভোটের বাদ্যি। শেষ মুহূর্তে ভোট প্রচারে কোমড় বেঁধে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। কেউ কাউকে ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি। চলতি বছর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই ময়দানে নামছে বাম-কংগ্রেস। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেছে ইস্তেহার। ইতিমধ্যে সে রাজ্যে প্রচার সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরায় ভোট প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রকাশ্য জনসভা থেকে বাম কংগ্রেসকে এক হাত নিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন,’কেরলে কংগ্রেস ও বামেরা ‘কুস্তি’ লড়ছে এবং ত্রিপুরায় ‘দোস্তি’ করছে’। তাঁর সংযোজন, ‘যখন কেন্দ্রে সিপিএম ও কংগ্রেসের সরকার ছিল, তখন আদিবাসী ক্ষেত্রের বিকাশের জন্য মাত্র ২৫ হাজার কোটি টাকার বাজেট ছিল। এখন বিজেপির যখন এনডিএ সরকার রয়েছে, এই বাজেট বেড়ে ১ লক্ষ কোটি টাকার বেশি হয়ে গিয়েছে। এই টাকা দিয়ে আদিবাসী সমাজের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এই কারণেই দেশের যেখানে যেখানে নির্বাচন হয় বিপুল সংখ্যায় জনজাতি সম্প্রদায় বিজেপিকে সমর্থন জানায়। সম্প্রতি গুজরাট নির্বাচনে আদিবাসী সমাজ বিজেপিকে ১০০ শতাংশ আসনেই জিতিয়ে দিয়েছেন’।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন,’বিজেপি সরকারে গরিবদের জন্য কাজ করে। বিজেপি সরকার সামাজিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করেছে’।
তিনি বলেন, ‘আমি জীবনের অনেকটা সময় জনজাতিদের সঙ্গে কাটিয়েছি। আমি গরিবদের দুঃখ, জনজাতি পরিবারের চ্যালেঞ্জ বুঝি। সেই কারণে বিজেপি সরকার গরিব মা-বোন, গরিব জনজাতিদের জীবন সহজ করে তোলার জন্য দিন রাত খাটছে দিল্লি ও ত্রিপুরার বিজেপি সরকার’।
খবর অনলাইনে ত্রিপুরা নির্বাচনের সব খবর পড়ুন এখানে ক্লিক করে