নয়া দিল্লি : আরএসএস প্রধান মোহন ভাগবতের গলায় সমকামী এবং রূপান্তরকামীদের সঙ্গে সহমর্তিতার সুর। একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করে তিনি বলেন,”সমকামী এবং রূপান্তরকামীদেরও আলাদা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন”। তিনি বলেন,”এটি বায়োলজিক্যাল। এই ধরনের মানুষ সব সময় ছিলেন। যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে। এটি জীবন ধারণের বায়োলজিকাল একটি বিষয়। আমরা চাই তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকুক। এবং তারাও সমাজের একটি অংশ বলে নিজেদের মনে করুক। আমাদের এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। কারণ এই ইস্যু সমাধানের অন্য সমস্ত উপায়ই ব্যর্থ হবে।”
অন্যদিকে দেশে মুসলিম সম্প্রদায়কে ভয় পাওয়ার কোন কারণ নেই বলেই মন্তব্য করলেন ভাগবত। তাঁর কথায়,”মুসলিমদের ভয় পাওয়ার কিছুই নেই। তবে আমাদের অবশ্যই আধিপত্যের ভাবনা ছাড়তে হবে।”