Homeখবরদেশমুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন...

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

প্রকাশিত

মহারাষ্ট্র সরকার মুম্বই শহরে সরকারি এবং বেসরকারি অফিসগুলির সময় বদলের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য একটাই — লোকাল ট্রেনে চরম ভিড় কমানো এবং যাত্রাপথকে আরও নিরাপদ করা। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইক জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী অফিসের টাইমিং দু’ভাগে ভাগ করা হতে পারে — সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সরকারি দফতর ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।

কেন এই পরিবর্তনের চিন্তা?

মুম্বইয়ের ‘লাইফলাইন’ নামে পরিচিত লোকাল ট্রেনে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ মানুষ যাতায়াত করেন। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত সময়েই থাকে যাত্রীদের সর্বাধিক ভিড়। সেই সময়ে স্টেশন এবং ট্রেনে ঠাসাঠাসি ভিড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে প্রবল।

গত মাসেই অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে ৪ জনের মৃত্যু হয়। ঘটনাগুলি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা এবং যাত্রী-পরিকাঠামো নিয়ে। সরকার মনে করছে, অফিস টাইমে পরিবর্তন আনলে এই বিপজ্জনক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

কীভাবে বাস্তবায়ন?

প্রাথমিকভাবে বাছাই করা কিছু এলাকা এবং সংস্থার মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হবে। সফল হলে পুরো শহরজুড়ে চালু হবে এই ব্যবস্থা। পরিবহণ দফতর, রেল, এবং বৃহৎ বেসরকারি সংস্থাগুলির প্রতিনিধিরা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন।

প্রশাসনের আশা

প্রশাসনের মতে, অফিস টাইম ভাগ করে দিলে ট্রেনে চাপ কমবে, যাত্রাপথ হবে সহজ এবং নিরাপদ। পাশাপাশি কর্মীরা আরও ব্যালান্সড কর্মজীবন এবং পারিবারিক সময় বার করতে পারবেন।

এই উদ্যোগ সফল হলে, শহরের রেল পরিষেবার চাপ যেমন কমবে, তেমনই জীবন বাঁচানোও সম্ভব হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।