Homeখবরদেশমুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন...

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

প্রকাশিত

মহারাষ্ট্র সরকার মুম্বই শহরে সরকারি এবং বেসরকারি অফিসগুলির সময় বদলের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য একটাই — লোকাল ট্রেনে চরম ভিড় কমানো এবং যাত্রাপথকে আরও নিরাপদ করা। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইক জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী অফিসের টাইমিং দু’ভাগে ভাগ করা হতে পারে — সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সরকারি দফতর ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।

কেন এই পরিবর্তনের চিন্তা?

মুম্বইয়ের ‘লাইফলাইন’ নামে পরিচিত লোকাল ট্রেনে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ মানুষ যাতায়াত করেন। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত সময়েই থাকে যাত্রীদের সর্বাধিক ভিড়। সেই সময়ে স্টেশন এবং ট্রেনে ঠাসাঠাসি ভিড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে প্রবল।

গত মাসেই অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে ৪ জনের মৃত্যু হয়। ঘটনাগুলি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা এবং যাত্রী-পরিকাঠামো নিয়ে। সরকার মনে করছে, অফিস টাইমে পরিবর্তন আনলে এই বিপজ্জনক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

কীভাবে বাস্তবায়ন?

প্রাথমিকভাবে বাছাই করা কিছু এলাকা এবং সংস্থার মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হবে। সফল হলে পুরো শহরজুড়ে চালু হবে এই ব্যবস্থা। পরিবহণ দফতর, রেল, এবং বৃহৎ বেসরকারি সংস্থাগুলির প্রতিনিধিরা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন।

প্রশাসনের আশা

প্রশাসনের মতে, অফিস টাইম ভাগ করে দিলে ট্রেনে চাপ কমবে, যাত্রাপথ হবে সহজ এবং নিরাপদ। পাশাপাশি কর্মীরা আরও ব্যালান্সড কর্মজীবন এবং পারিবারিক সময় বার করতে পারবেন।

এই উদ্যোগ সফল হলে, শহরের রেল পরিষেবার চাপ যেমন কমবে, তেমনই জীবন বাঁচানোও সম্ভব হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।